এক্সপ্লোর
Advertisement
দেশ ছেড়ে পালাতে পারেন অখিলেশের ধর্ষণে অভিযুক্ত মন্ত্রী! অ্যালার্ট জারি বিমানবন্দরগুলিতে
নয়াদিল্লি: দেশের বাইরে পালানোর ছক কষছেন উত্তরপ্রদেশের মন্ত্রী গায়ত্রী প্রজাপতি। এমনই খবর। ধর্ষণ মামলায় অভিযুক্ত উত্তরপ্রদেশের অখিলেশ সিংহ যাদব সরকারের এই মন্ত্রী পলাতক। ইতিমধ্যে তাঁর ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। দুজন কমান্ডো সহ ১১ জন নিরাপত্তারক্ষীর বলয় তাঁকে ঘিরে থাকে। কিন্তু ধর্ষণ মামলায় তাঁকে গ্রেফতার করতে চায় পুলিশ। দেশের বিমানবন্দরগুলিকে সতর্ক করা হয়েছে যাতে তিনি পালানোর চেষ্টায় সফল না হতে পারেন। এ ব্যাপারে শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে লেটার অব ক্যান্সেলেশন জারি করা হবে। এর মাধ্যমে সরকারি ভাবে বিমানবন্দর কর্তৃপক্ষকে কোনও অভিযুক্ত বা অপরাধীর দেশ ছেড়ে চম্পট দেওয়ার প্ল্যান সম্পর্কে সাবধান করে দেওয়া হয়।
পাশাপাশি উত্তরপ্রদেশের সঙ্গে নেপালের সীমান্ত এলাকায় পাহারারত বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি)-কেও সতর্ক করা হয়েছে।
এক মহিলাকে গণধর্ষণ ও তাঁর মেয়ের শ্লীলতাহানিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে সমাজবাদী পার্টির (সপা) এই মন্ত্রী ও তাঁর দলবলের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের নির্দেশে এফআইআর দায়ের করেছে পুলিশ। কিন্তু পুলিশকে ধুলো দিয়ে চলেছেন প্রজাপতি।
উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি কেশব প্রসাদ মৌর্য্যের অবশ্য দাবি, পুলিশ প্রজাপতিকে গ্রেফতারির নাটক করে যাচ্ছে, আর তাঁকে নিজের বাসভবনে লুকিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী অখিলেস সিংহ যাদব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement