এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানের হাতে বন্দি সেনাকে ছাড়াতে সবরকম চেষ্টা চলছে: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
নয়াদিল্লি: অসাবধানতাবশত নিয়ন্ত্রণরেখার ওপারে চলে গিয়ে পাকিস্তানের হাতে ধরা পড়া সেনা জওয়ানকে ছাড়াতে সবরকম চেষ্টা করছে দিল্লি। ইসলামাবাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এ কথা জানিয়েছেন। ২২ বছরের ওই মরাঠি জওয়ান চান্দু বাবুলাল চৌহান বুধবার রাতে ভুল করে ওপারে চলে যান। তখনই পাক সেনা তাঁকে ধরে ফেলে। বুধবার গভীর রাতে জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইকের কয়েক ঘণ্টা পর এই খবর এসে পৌঁছয়।
সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করলেও পাক সংবাদমাধ্যম দাবি করে, ওই ঘটনায় ৮ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে, একজন ধরা পড়েছেন। কিন্তু ভারতীয় সেনা সেই দাবি উড়িয়ে জানিয়ে দেয়, সার্জিক্যাল স্ট্রাইকের সময় ভারতীয়দের গায়ে আঁচড়ও লাগেনি। ওই স্ট্রাইকে অংশ নেননি রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান চান্দু। সেনা জানিয়েছে, আর্মি পোস্টে ডিউটি দেওয়ার সময় ভুলবশত ওপারে চলে যান তিনি। অসাবধানতার ফলে ওপারের জওয়ান বা সাধারণ নাগরিকের এপারে আসা বা এপারের নাগরিকের ওপারে যাওয়া নতুন কিছু নয়, এমন ঘটেই থাকে। তাঁদের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হয়ে ফেরতও দেওয়া হয়। কিন্তু চান্দুর ক্ষেত্রে এখনও তা ঘটেনি। ১৯৯৯-এ কার্গিল যুদ্ধ চলাকালীন যেভাবে ৬ ভারতীয় সেনাকে নির্মমভাবে খুন করে পাকিস্তানি সেনা, তা ভারত এখনও ভোলেনি। ফলে চান্দুর ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেনার ডিজিএমও, জেনারেল রণবীর সিংহ চান্দুর ব্যাপারে পাক ডিজিএমও-র সঙ্গে কথা বলেছেন, দাবি করেছেন, ওই জওয়ানকে মুক্তি দেওয়া হোক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement