এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ইথিওপিয়ার বিমান দুর্ঘটনার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানকে সম্পূর্ণ নিষিদ্ধ করলো ভারত
নয়াদিল্লি : আজ বিকেল ৪টের পর থেকে ভারতের আকাশে আর উড়বে না বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ডিজিসিএ। সম্প্রতি ইথিওপিয়া এয়ারলাইন্স পরিচালিত বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান আদ্দিস আবাবার কাছে ভেঙ্গে পড়ার ঘটনার পরই ভারতের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনায় ৪ ভারতীয় সহ ১৫৭ জনের মৃত্যু হয়।
মঙ্গলবার রাতে ডিজিসিএ-র ডিরেক্টর জেনারেল সমস্ত বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানকে ভারতে বাতিল করার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, যাত্রী সুরক্ষা আমাদের কাছে অগ্রাধিকার। আমরা সমস্ত বিমান নিয়ন্ত্রক ও প্রস্তুতকারক সংস্থাগুলিক সঙ্গে যোগাযোগ রাখছি।
স্পাইসজেটের কাছে বর্তমানে ১২টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান রয়েছে, জেট এয়ারওয়েজের কাছে রয়েছে ৫টি।
বুধবার স্পাইসজেটের তরফে জানানো হয় তারা সমস্ত বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানের ব্যবহার বাতিল করে দিয়েছে। তারা বলেন যাত্রী ও বিমান কর্মীদের নিরাপত্তাই বিমানসংস্থার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বিমান বাতিল করার জন্য যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকেও নজর রাখবে বিমানসংস্থা।
গত রবিবার ইথিওপিয়া এয়ারলাইন্স পরিচালিত বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান ভেঙ্গে পড়ার ঘটনাই প্রথম নয়। এর ৫ মাস আগে গত অক্টোবরে ইন্দোনেশিয়ায় ভেঙ্গে পড়ে এই বিমান, মৃত্যু হয় ১৮০ জন যাত্রীর।
ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অন্যান্য অনেক দেশ ইতিমধ্যেই তাদের নিজ নিজ আকাশ সীমায় বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান নিষিদ্ধ করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement