ভাইরাল ভিডিও: পড়া না পারায় ছাত্রদের লাঠি দিয়ে বেধড়ক মারলেন প্রিন্সিপাল
![ভাইরাল ভিডিও: পড়া না পারায় ছাত্রদের লাঠি দিয়ে বেধড়ক মারলেন প্রিন্সিপাল Allahabad Shocker School Principal Beats Students With Stick ভাইরাল ভিডিও: পড়া না পারায় ছাত্রদের লাঠি দিয়ে বেধড়ক মারলেন প্রিন্সিপাল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/06181731/etx-Allahabad-Cruel-Princip.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ইলাহাবাদ: ইলাহাবাদে স্কুল পড়ুয়াদের লাঠি দিয়ে স্কুল প্রিন্সিপালের বেধড়ক মারধর। মারধরের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ছাত্রদের নির্মমভাবে লাঠির বাড়ি মারছেন অভিযুক্ত প্রিন্সিপাল।
পড়ুয়াদের দাবি, রসায়ন ক্লাসে পড়া জিজ্ঞাসা করেছিলেন প্রিন্সিপাল। পড়া না পরায় মেজাজ হারিয়ে পড়ুয়াদের মারধর করেন তিনি। যদিও, আরেক সূত্রে দাবি করা হয়েছে, ক্লাসে প্রচণ্ড গরম লাগছিল। প্রিন্সিপালের কাছে সেই অভিযোগ জানাতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ছাত্রদের বেধড়ক মারতে শুরু করেন।
দেখুন সেই ভিডিও:
মারধরের জেরে কয়েকজন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই ঘটনায় ছাত্ররা এতটাই আতঙ্কিত হয়ে পড়ে, যে তারা পরবর্তীকালে স্কুলে যেতে অস্বীকার করে। এর আগেও প্রিন্সিপাল অমানবিকভাবে পড়ুয়াদের মারধর করেছেন বলে জানিয়েছেন স্কুলের শারীর শিক্ষা বিভাগের এক শিক্ষকও।
বিষয়টি নিয়ে অভিভাবকদের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত প্রিন্সিপাল সত্যেন্দ্র দ্বীবেদী অবশ্য সব অভিযোগ খারিজ করে দেন। তিনি বলেন, আমি শিক্ষক। আমি ছাত্রদের ওপর কখনই জোর ফলাই না। আমি শুধু চাই যে আমার ছাত্ররা শৃঙ্খলাপরায়ণ হোক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)