এক্সপ্লোর
Advertisement
মুকেশ অম্বানির ছেলের বিয়ের কার্ডের দাম ১.৫ লক্ষ টাকা, খবরটি ভুয়ো, দাবি রিলায়েন্সের
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে গত ৪৮ ঘণ্টায় গোটা দুনিয়া দেখল বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিংয়ের এক জ্বলন্ত উদাহরণ, যার নাম 'বিরুষ্কা'। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ফিকে হওয়ার আগেই ফের শিরোনামে চলে এল আরও এক ভারতীয় পরিবারের বিয়ের প্রস্তুতি। যদিও এখনও সেই বিয়ে সংক্রান্ত কোনও তথ্যই সামনে আসেনি, তবে গতকাল থেকে টুইটারে একটি ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি হল একটি বিয়ের নিমন্ত্রণ কার্ডের। শোনা যাচ্ছে কার্ডটি নাকি শিল্পপতি মুকেশ অম্বানির পুত্র আকাশ অম্বানির বিয়ের। কার্ডের দাম মাত্র ১.৫ লক্ষ টাকা। তবে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি রিলায়েন্সের তরফে। তাঁদের দাবি পুরো খবরটাই ভুয়ো।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি নিয়ে এত গুঞ্জন সেখানে অম্বানির বড় ছেলে আকাশের নাম দেখা যাচ্ছে পাত্রের জায়গায়। একটা আইফোন এক্স বা বিভিন্ন মডেলের ছোট গাড়ি পাওয়াই যায় লক্ষ টাকায়, সেখানে সামান্য একটা বিয়ের কার্ডের জন্যে এত খরচ কেন, এই প্রশ্ন জাগতেই পারে বিভিন্ন লোকের মনে। সেক্ষেত্রে বলা যেতেই পারে কার্ডটি যেহেতু অম্বানি-পরিবারের, সেখানে এমন দাম হতেই পারে।
কার্ডটির বিশেষত্ব হল, সেটি সোনার তৈরি, এবং তার ওপরের ডিজাইনও নজরকাড়া এবং ভীষণই নিখুঁত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement