এক্সপ্লোর
একেকটার দাম ৮০ হাজার, দিনে ৫টা তাইওয়ান থেকে আনা মাশরুম খেয়ে ফরসা হয়েছেন মোদী! জনসভায় কটাক্ষ অল্পেশের
![একেকটার দাম ৮০ হাজার, দিনে ৫টা তাইওয়ান থেকে আনা মাশরুম খেয়ে ফরসা হয়েছেন মোদী! জনসভায় কটাক্ষ অল্পেশের Alpesh Thakor reveals ‘secret’ of PM Modi’s ‘fair’ skin: 5 mushrooms worth Rs 80k each একেকটার দাম ৮০ হাজার, দিনে ৫টা তাইওয়ান থেকে আনা মাশরুম খেয়ে ফরসা হয়েছেন মোদী! জনসভায় কটাক্ষ অল্পেশের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/12/12144659/alpesh-thakor__2.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তাঁর 'মসৃণ ত্বকের' 'রহস্য' ফাঁস করলেন অল্পেশ ঠাকোর। গুজরাতের এই বিজেপি-বিরোধী ওবিসি নেতা এবার বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে লড়ছেন পাটানের রাধানপুর কেন্দ্রে। মঙ্গলবার ভোটপ্রচারের শেষদিন জনসভায় প্রধানমন্ত্রী মোদী তাইওয়ান থেকে আনা মাশরুম খান, সেজন্যই তাঁর ত্বক এত মসৃণ হয়েছে বলে দাবি করেন অল্পেশ। বিজেপি 'গরিব-বিরোধী' বলে জানিয়ে তিনি বলেন, মোদীজী তাইওয়ান থেকে আনানো মাশরুম খান। দিনে পাঁচটি করে মাশরুম বরাদ্দ তাঁর, একেকটির দাম ৮০ হাজার টাকা। আগে উনি আমার মতোই কালো ছিলেন, মাশরুম খেয়ে ফরসা হয়েছেন। গুজরাত বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার কংগ্রেস কেন্দ্রের শাসক দলকে দরিদ্র-বিরোধী বলে দেখাতে চেয়েছে। অল্পেশও সেই প্রয়াসে বলেন, মোদী যা খান, তা কোনওদিন গরিবের জুটবে না। প্রধানমন্ত্রী যা খান, তা আপনাদের পক্ষে সম্ভব নয়, কেননা ওটা গরিবের খাবারই নয়। আমি একটি সূত্রে জেনেছি, গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বিদেশি মাশরুম খান মোদী। আমার মতো গায়ের রং কালো ছিল, এখন ত্বকের জেল্লা বেড়েছে, রং পরিষ্কার হয়েছে।
সভায় হাসির রোল ওঠে। অল্পেশ দুর্নীতির প্রসঙ্গ এনে আরও বলেন, প্রধানমন্ত্রীই যদি দিনে ৪ লক্ষ টাকা দামের খাবার খান, তাহলে তাঁর দলের লোকজন কত খরচ করতে পারেন, কল্পনা করতে পারছেন!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বাজেট
বাজেট
বাজেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)