এক্সপ্লোর
রাফাল বিতর্কের মধ্যেই বেঙ্গালুরুতে হ্যাল কর্মীদের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত, রাহুলের ট্যুইট, ভারতের রক্ষকদের মানমর্যাদা রক্ষায় এগিয়ে আসুন

তবে ২০০৯ সালে এই বয়ান থেকে সরে আসেন করিনা। রাহুলের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ও তো অনেক পুরনো কথা। আমি ও কথা বলেছিলাম, কারণ আমাদের দুজনেরই বিখ্যাত পদবি। আমি কোনও একদিন ওঁকে নিমন্ত্রণ করতে চাইব। ওঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইব। তবে ডেট করতে চাইব না কখনও।
নয়াদিল্লি: রাফাল ইস্যুতে সরব রাহুল গাঁধী শনিবার বেঙ্গালুরুতে হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেড (হ্যাল) –এর কর্মচারীদের সঙ্গে দেখা করছেন। সেখানে হ্যাল দপ্তরের বাইরে হবে এই সাক্ষাত্।
HAL is India's strategic asset. The future of India's aerospace industry has been destroyed by snatching #Rafale from HAL & gifting it to Anil Ambani.
Come defend the dignity of India's defenders. I am in Bengaluru to stand with HAL’s employees. Join me outside HAL HQ, at 3 PM. pic.twitter.com/FzfVGZ17Z6
— Rahul Gandhi (@RahulGandhi) October 13, 2018
রাফাল যুদ্ধবিমান ইস্যুতে কেন্দ্রের মোদী সরকার, বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেস সভাপতি। তিনি ও তাঁর দলের অভিযোগ, এই ডিলে দুর্নীতি ও পক্ষপাতিত্ব করা হয়েছে, অন্যায় ভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে মোদীর ‘প্রিয়ভাজন’ শিল্পপতি অনিল অম্বানিকে। ৫৮০০০ কোটি টাকার ডিলে মোদী সরকার রাফাল অফসেট কন্ট্র্যাক্ট হ্যালের কাছ থেকে ‘ছিনিয়ে নিয়ে’ অনিলের কোম্পানিকে ‘উপঢৌকন দিয়েছে’ বলে ট্যুইট করেছেন রাহুল। লিখেছেন, হ্যাল ভারতের কৌশলগত সম্পদ। রাফাল হ্যালের কাছ থেকে কেড়ে নিয়ে অনিল অম্বানিকে গিফট দিয়ে ভারতের বিমান শিল্পের ভবিষ্যত্ ধ্বংস করা হয়েছে। ভারতের রক্ষকদের মানমর্যাদা রক্ষায় এগিয়ে আসুন। হ্যালের কর্মীদের পাশে দাঁড়াতে আমি বেঙ্গালুরুতে রয়েছি। আমার সঙ্গে বেলা ৩টেয় হ্যাল সদর দপ্তরের বাইরে যোগ দিন। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















