এক্সপ্লোর
রাজস্থানে বিধানসভা, ২০১৯-এর ভোট: দিনে ১৮ ঘন্টা সময় দিন, বিজেপি কর্মীদের অমিত শাহ

ছবি সৌজন্যে ট্যুইটার
জয়পুর: রাজস্থানের পরবর্তী বিধানসভা ও ২০১৯ এর লোকসভা ভোট মাথায় রেখে রাজ্যের বিজেপি কর্মীদের আগামী কয়েকটা মাস দিনে ১৮ ঘন্টা করে খাটার নির্দেশ দিলেন অমিত শাহ। বিজেপি বিধায়ক অশোক পারনামি জানান, রাজ্য বিজেপির ওয়ার্কিং কমিটির দুদিনের সমাপ্তি অধিবেশনে দলীয় কর্মীদের অমিত শাহের স্পষ্ট বার্তা, তাদের জানপ্রাণ দিয়ে খাটতে হবে দলের জয় সুনিশ্চিত করতে। পারনামি বলেন, দলীয় সভাপতি প্রতিটি কর্মীকে দিনে ১৮ ঘন্টা পরিশ্রম করতে বলেছেন। তাঁরা এতে উদ্ধুদ্ধ, পুরোপুরি চাঙ্গা।
রাজ্যের আবাসন ও নগরোন্নয়নমন্ত্রী শ্রীচাঁদ কৃপালনি জানান, অমিত শাহ গতবারের চেয়ে বেশি আসন পাওয়ার কথা বলেছেন। তাঁর সফর দল ও দলীয় কর্মীদের মনোবল, শক্তি বাড়িয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ১৮০-র বেশি আসন প্রাপ্তির লক্ষ্য আমরা পূরণ করব।
আরেক মন্ত্রী বলেন, অমিত শাহ কেন্দ্র ও রাজ্য সরকারের কাজকর্মের ভিত্তিকে পুঁজি করে জনগণের কাছে পৌঁছতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন। বলেছেন, তাঁদের মানুষের কাছে গিয়ে বলতে হবে, আমাদের দলের সরকার কী কী করেছে। কংগ্রেস কিছুই করতে পারবে না, পরের ভোটে জয় হবে আমাদেরই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















