এক্সপ্লোর
অমিত শাহ নিজেকে হিন্দু বলেন, আসলে জৈন, দাবি কংগ্রেস নেতা রাজ বব্বরের

সুরাট (গুজরাত): সোমনাথ মন্দির দর্শনের সময় রাহুল গাঁধীর নাম কেন অ-হিন্দু দর্শনার্থীদের রেজিস্টারে ছিল, বিজেপি এ নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর পর পাল্টা অমিত শাহকে নিশানা কংগ্রেসের। শুক্রবার কংগ্রেসের প্রথম সারির নেতা রাজ বব্বর বিজেপি সভাপতিকে আক্রমণ করে বলেন, অমিত শাহ নিজেকে হিন্দু বলেন বটে, তবে আসলে জৈন। রাহুল গাঁধীর কথা যদি তোলা হয়, তবে ওনার ঘরে শিবভক্তির চল আছে দীর্ঘদিন ধরেই। ইন্দিরা গাঁধী স্বয়ং রুদ্রাক্ষ পরতেন, যা একমাত্র যাঁরা শিবের পুজো করেন, তাঁরাই পরেন। গতকালই রাহুল দলীয় নেতাদের এক ঘরোয়া সভায় নীরবতা ভেঙে জানিয়ে দেন, ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, সবসময় নিজস্ব পরিসরের মধ্যেই তা সীমাবদ্ধ রাখা উচিত। বলেন, আমার ঠাকুমা ইন্দিরা গাঁধী ভগবান শিবের উপাসনা করতেন, আমাদের পুরো পরিবার তা-ই করে। কিন্তু সাধারণত এসব কথা বাইরে বলি না, ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখি। ধর্ম নিজস্ব বিশ্বাসের ব্যাপার বলে ভাবি, শিবের নাম ভাঙিয়ে কারবার করি না, রাজনীতি করতে চাই না। বিজেপিকে এভাবেই খোঁচা দেন কংগ্রেস সহ সভাপতি। সোমনাথ মন্দিরে রাহুল যেদিন যান, সেদিন কংগ্রেসের মিডিয়া কোঅর্ডিনেটর মনোজ ত্যাগীই নাকি অ-হিন্দু ভক্তদের জন্য রাখা বিশেষ রেজিস্টারে রাহুল গাঁধী, সনিয়া গাঁধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ পটেলের নাম লেখেন। কিন্তু রাহুলের নাম কেন অ-হিন্দু রেজিস্টারে, প্রশ্ন তোলে বিজেপি। রাহুলের ধর্মবিশ্বাস কী, জানতে চায় তারা। পাল্টা ট্যুইট করে কংগ্রেস ব্যাখ্যা দেয়, সোমনাথ মন্দিরে একটিই ভিজিটর্স বুক আছে যাতে রাহুল গাঁধী সই করেছেন। সেটি ছাড়া আর যেসব নথির ছবি দেখানো হচ্ছে, সব জাল। পরিস্থিতি খারাপ বলে কি এমন মরিয়া চেষ্টা!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















