এক্সপ্লোর
Advertisement
অমিত শাহের বিরুদ্ধে কর্ণাটকে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ কংগ্রেসের
মাইসুরু: কর্ণাটকের মাইসুরুতে খুন হওয়া আরএসএস-এর এক কর্মীর পরিবারের হাতে চেক তুলে দেওয়ায় বিজেপি সভাপতি অমিত শাহ সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল কংগ্রেস। আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
কংগ্রেসের পক্ষ থেকে কর্ণাটকের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে অভিযোগ করা হয়েছে, ‘অমিত শাহ, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার ও বিজেপি সাংসদ প্রতাপ সিমহা শুক্রবার দেড় বছর আগে খুন হওয়া আরএসএস কর্মী রাজুর বাড়িতে যান। অমিত শাহ ও তাঁর সঙ্গীরা নিহত ব্যক্তির পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন। এটা নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।’
#Karnataka Pradesh Congress Committee files complaint with Election Commission against BJP President Amit Shah citing violation of model code of conduct;says Shah handed over a cheque of Rs 5 lakhs to family of killed RSS worker Raju with an intention to polarise voters in Mysuru pic.twitter.com/1opS6GrI6E
— ANI (@ANI) March 30, 2018
বিজেপি সভাপতির বিরুদ্ধে কংগ্রেসের আরও অভিযোগ, ‘অমিত শাহ এর আগে অনেকবার কর্ণাটক এবং বিশেষ করে মাইসুরু সফরে এসেছেন। কিন্তু তিনি এর আগে কোনওদিন ওই পরিবারের সঙ্গে দেখা করেননি। তাই সহজেই বলা যায়, নির্বাচনের আগে ভোটারদের তুষ্ট করার জন্যই টাকা দেওয়া হয়েছে।’
নির্বাচন কমিশনে দেওয়া চিঠির সঙ্গে বিজেপি সভাপতির কর্ণাটক সফরের কথা ঘোষণা করে একটি ইংরাজি দৈনিকের স্থানীয় সংস্করণে প্রকাশিত হওয়া বিজ্ঞাপনের প্রতিলিপিও জুড়ে দিয়েছে কংগ্রেস। দাবি করা হয়েছে, সহানুভূতি আদায় এবং মেরুকরণই বিজেপি সভাপতির মাইসুরু সফরের উদ্দেশ্য ছিল। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
Visited the home of Late Shri Raju, our karyakarta from Kyathamaranahalli, Mysuru and paid condolences to the bereaved family. Entire BJP stands united with Raju's family. Such politics of violence must be uprooted from the peaceful land of Karnataka. pic.twitter.com/PHEXptmx68
— Amit Shah (@AmitShah) March 30, 2018
এদিন নিহত আরএসএস কর্মীর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার পর ট্যুইটারে সেই ছবি দেন অমিত। তিনি লেখেন, ‘রাজুর বাড়ি গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছি। রাজুর পরিবারের পাশে আছে বিজেপি। কর্ণাটকের শান্ত ভূমি থেকে এই ধরনের হিংসার রাজনীতি উৎখাত করতে হবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement