সংবাদমাধ্যমের দাবি খারিজ বিজেপির, ১০০ কোটি টাকার ফৌজদারি মানহানি মামলার সিদ্ধান্ত জয় শাহের

নয়াদিল্লি: বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের সংস্থার সম্পর্কে একটি সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে যে দাবি করা হয়েছে, তাকে একেবারে ‘ভিত্তিহীন, অবমাননাকর, অপমানজনক’ বলে খারিজ করল বিজেপি। ওই অনলাইন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ফৌজদারি মানহানি মামলার হুঁশিয়ারি দিলেন জয় শাহ। এদিন অভিযোগের প্রেক্ষিতে মোদী সরকারকে তীব্র আক্রমণ করে কংগ্রেস। কিছুক্ষণের মধ্যে সাফাই দিতে গিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়াল বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তা একেবারে ‘ভিত্তিহীন, অবমাননাকর, অপমানজনক’। তাঁর দাবি, জয় শাহ ও তাঁর বাবা অমিত শাহের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই ওই খবর প্রকাশ করা হয়েছে।
সব সমালোচনার জবাব দেন পীযূষ। প্রকাশিত খবরের কোনও সারবত্তা নেই বলে জানিয়ে তিনি জানান, ওই সংবাদমাধ্যমের মালিক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে আমদাবাদ হাইকোর্টে ১০০ কোটি টাকার ফৌজদারি মানহানি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন জয় শাহ। মন্ত্রী আরও দাবি করেন, জয় শাহ যে ব্যবসা করেন, তা একেবারে বিধিসম্মত ও আইন মেনে।
যদিও, কপিল সিব্বল পাল্টা দাবি করেন, অমিত শাহর ছেলের হয়ে কেন গলা ফাটাচ্ছেন পীযূষ গোয়েল?
অনলাইন সংবাদমাধ্যমটির খবরে দাবি করা হয়েছে, বিভিন্ন সংস্থা থেকে ঋণ পায় অমিত শাহের ছেলে জয় শাহ-র সংস্থা। কেআইএফএস ফিন নামে একটি সংস্থা থেকে ১৫ কোটি ৭৮ লক্ষ টাকা ঋণ নেওয়ায় টার্নওভার বাড়ে। পাল্টা বিবৃতি দিয়ে অমিত শাহের ছেলে দাবি করেছেন, আমার বিরুদ্ধে মিথ্যে এবং মানহানিকর খবর করা হয়েছে। দেখানো হয়েছে, বাবা অমিত শাহের রাজনৈতিক পদের কারণেই আমার ব্যবসা সফল হয়েছে। আমি সব সময় আইন মেনেই ব্যবসা করেছি। ব্যাঙ্কের লেনদেন এবং কর সংক্রান্ত নথি থেকেই তা স্পষ্ট। আইন মেনে ঋণ নিয়েছি। সময় মতো ঋণ শোধ করেছি। পারিবারিক সম্পত্তি বন্ধক রেখে কোঅপারেটিভ ব্যাঙ্কের থেকে ঋণ পেয়েছি। আমার কিছুই লুকনোর নেই। আমার আইনজীবী সমস্ত তথ্য ওয়েবসাইটের সংশ্লিষ্ট সাংবাদিককে দিয়েছিলেন। তা সত্ত্বেও মনগড়া খবর করে আমার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। ‘দ্য ওয়ার’ ওয়েবসাইটের সংশ্লিষ্ট সাংবাদিক, সম্পাদক এবং মালিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ফৌজদারি মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।






















