হেপাটাইটিস দূরীকরণে ‘হু’-এর শুভেচ্ছা দূত অমিতাভ
![হেপাটাইটিস দূরীকরণে ‘হু’-এর শুভেচ্ছা দূত অমিতাভ Amitabh Bachchan Appointed Whos Goodwill Ambassador For Hepatitis হেপাটাইটিস দূরীকরণে ‘হু’-এর শুভেচ্ছা দূত অমিতাভ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/12180128/amitabh-hepa.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দক্ষিণ এশিয়া অঞ্চলকে হেপাটাইটিস-মুক্ত করতে এবং এই মারণরোগ দূরীকরণে জনমানসে সচেতনতা বাড়াতে শুক্রবার মেগাস্টার অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা দূত নিয়োগ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’।
এদিন অমিতাভ বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধার বিষয়টিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দেন হু-এর আঞ্চলিক অধিকর্তা পুনম খেত্রপাল সিংহ। তিনি বলেন, এই ভাইরাসের ফলে দক্ষিণ এশিয়া অঞ্চলে ফি-বছর ৪ লক্ষাধিক মানুষ প্রাণ হারান।
তাঁর আশা, হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমানোর জন্য যে ক্রমাগত চেষ্টা চালাচ্ছে হু, এই গাঁটছড়ার ফলে তা আরও জোরদার হবে। তাঁর মতে, হেপাটাইটিসের ফলে শুধুমাত্র যে আক্রান্ত পরিবারবর্গই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সার্বিক স্বাস্থ্য ও উন্নয়নও প্রভাবিত হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)