এক্সপ্লোর
Advertisement
জয়ললিতার ১১৮ কোটির সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন জানেন?
নয়াদিল্লি: সোমবার রাত সাড়ে এগারোটায় বহু লোককে কাঁদিয়ে চিরবিদায় নিলেন এআইএডিএমকে নেত্রী জে জয়ললিতা। কিন্তু রেখে গেলেন তাঁর প্রায় ১১৮ কোটির সম্পত্তি। এখন সবচেয়ে বড় যে প্রশ্ন চারিদিকে ঘুরছে তা হল, এই সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন?
তাঁর সম্পত্তির কে উত্তরাধিকারী হবেন, তার আগে সকলের এই তথ্য জেনে নেওয়া দরকার, কত সম্পত্তি তামিলনাড়ুর সদ্য প্রাক্তন হওয়া এই মুখ্যমন্ত্রী রেখে গেছেন।
সোনা ও রুপো
২০১৬-র নির্বাচনের আগে যে হলফনামা জয়ললিতা জমা দেন, সেখানে তিনি জানিয়ে ছিলেন তাঁর ২১ কেজি ২৮০ গ্রাম সোনা রয়েছে। যার বর্তমান বাজার দর অনুযায়ী মূল্য প্রায় ৬ কোটি ৪৫ লক্ষ টাকা।
এআইএডিএমকে নেত্রী জানিয়েছিলেন, তাঁর মোট ১২৫০ কেজির রুপো আছে, যার বর্তমান বাজার দরে মূল্য ৪ কোটি ৮৭ লক্ষ টাকা। দুটো ধাতুর মিলিত মূল্য ১১ কোটি ৩২ লক্ষ টাকা।
জমি বাড়ি মোট কত ছিল নেত্রীর
চেন্নাইয়ে যে বাংলোয় আম্মা থাকতেন তার আনুমানিক মূল্য ৪৩ কোটি টাকা। তিনি ১৯৬৭ সালে এই সম্পত্তি কিনেছিলেন এক লক্ষ ৩২ হাজার টাকায়।
চেন্নাইয়ে তাঁর আরও তিনটি বাড়ি রয়েছে এবং হায়দরাবাদে আরও একটি বাড়ি রয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ১৩ কোটি টাকা।
এছাড়াও তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলা ও তামিলনাড়ুর কাঞ্চিপুরমে আম্মা ১৪ একর এবং চার একরের জমি কিনেছিলেন। দুটো জমির এখন বাজারে মূল্য প্রায় ১৮ কোটি টাকা।
গাড়ি
আম্মার খুব গাড়ির শখ ছিল। শেষ নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামায় আম্মা দাবি করেন, তাঁর মোট নটি গাড়ি রয়েছে।
আবাসন শিল্পে আম্মা প্রায় ২৭ কোটি ৪৪ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন মোট পাঁচটি সংস্থায়।
জয়ললিতার হলফনামা অনুযায়ী, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ কোটি ৬৩ লক্ষ টাকা গচ্ছিত আছে। প্রসঙ্গত, তামিলনাড়ুর সদ্য প্রাক্তন হওয়া এই মুখ্যমন্ত্রীর মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ১১৮ কোটি টাকা।
সূত্রের খবর, আর এই বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকারী হবেন জয়ললিতার ঘনিষ্ঠ সঙ্গী শশীকলা নটরাজন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement