এক্সপ্লোর
২১ শে আন্তর্জাতিক যোগদিবস পালনে ১৫-ই থেকে অনু্ষ্ঠান, মেয়েদের জন্য প্রশিক্ষণ অনু্ষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে
এক সপ্তাহব্যাপী গোটা কর্মসূচির পরিচালনায় আছে এএমইউয়ের শরীর শিক্ষা বিভাগ। ওই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক যোগদিবস পালনের কোনও কর্মসূচি নেওয়া হয়নি বলে মিডিয়ার একাংশে বেরনো খবরের সত্যতাও অস্বীকার করেন তিনি।

আলিগড়: ২০১৫ থেকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। কিন্তু এবার ২১ জুন আরও সাড়ম্বরে দিনটি পালন করা হবে বলে জানালেন এএমইউয়ের রেজিস্ট্রার আবদুল হামিদ। ১৫ জুন থেকে শুরু করে দফায় দফায় একাধিক অনুষ্ঠান হবে, কয়েকজন নামী যোগ-বিশারদকেও ভাষণ দিতে, ওয়ার্কশপের আয়োজন করতে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। হামিদ বলেছেন, এ বছর যোগ দিবস পালনের বিশেষ কর্মসূচি হিসাবে চারদিনের একটি প্রশিক্ষণ অনু্ষ্ঠানও হবে, বিশেষত মেয়েদের জন্য শরীর শিক্ষা বিভাগ এর আয়োজন করবে। এক সপ্তাহব্যাপী গোটা কর্মসূচির পরিচালনায় আছে এএমইউয়ের শরীর শিক্ষা বিভাগ। ওই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক যোগদিবস পালনের কোনও কর্মসূচি নেওয়া হয়নি বলে মিডিয়ার একাংশে বেরনো খবরের সত্যতাও অস্বীকার করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















