এক্সপ্লোর
উত্তরপ্রদেশে যুবকের মাথা কামাচ্ছে অ্যান্টি রোমিও স্কোয়াড, অনলাইনে ভাইরাল ভিডিও

শাহজাহানপুর: উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এক যুবকের মাথা কামিয়ে দিল অ্যান্টি রোমিও স্কোয়াড। সেই ভিডিও অনলাইন হয়ে যাওয়ায় এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ। ২২ তারিখ ঘটেছে এই ঘটনা। শাহজাহানপুরের রাজঘাট পুলিশ পোস্টের এলাকায় দুই তরুণ তরুণীকে পাকড়াও করে অ্যান্টি রোমিও স্কোয়াড। ছেলেটি জানায়, তার নাম মহম্মদ কাসিম, দেখা যায় মেয়েটি অন্য ধর্মের। মেয়েটি পুলিশকে বলে, সে ওই ছেলেকে ভাল চেনে না, তাকে বাড়ি যেতে দেওয়া হোক। পুলিশ সেইমতো মেয়েটিকে ছেড়ে দিলেও লাভ জিহাদের সন্দেহে ছেলেটির হেনস্থার চূড়ান্ত হয়। স্থানীয়রা তার মাথা কামিয়ে দেয়, সক্রিয় সহযোগিতা করে পুলিশও।
গোটা ঘটনার ভিডিও হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ায় শাহজাহানপুরের এসপি এ নিয়ে তদন্তের নির্দেশ দেন। অভিযুক্ত ৩ কনস্টেবল মহম্মদ লায়েক, সোহেল খান ও সোনু পালকে রিজার্ভ পুলিশ লাইনসে পাঠানো হয়। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে হেনস্থার শিকার কাসিম এখনও এ ব্যাপারে কোনও অভিযোগ করেনি। ধরপাকড়ের নামে অ্যান্টি রোমিও স্কোয়াড বাড়াবাড়ি করছে অভিযোগ ওঠায় হস্তক্ষেপ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কারও মাথা কামিয়ে, মুখে কালি মাখিয়ে বা ওঠবোস করিয়ে হেনস্থা করতে নিষেধ করেছেন তিনি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















