এক্সপ্লোর
অনাস্থা প্রস্তাব: ১৯৮৪-র শিখ দাঙ্গাই 'সবচেয়ে বড় গণপিটুনি', কে ওঁদের নেতা হবেন, কী হবে নীতি, সংশয়ে বিরোধারাই, পাল্টা রাজনাথ

নয়াদিল্লি: গণপিটুনি ইস্যুতে বিরোধী শিবির কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে সরব। মোকাবিলায় ১৯৮৪-র শিখ দাঙ্গার প্রসঙ্গ টানলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর অভিমত, সবচেয়ে বড় গণপিটুনির ঘটনা হয়েছিল ১৯৮৪ সালে। বিরোধীরা আজ লোকসভায় সরকারকে অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে যে যে ইস্যুতে নিশানা করেছে, তার অন্যতম গণপিটুনি। রাজনাথ বলেন, গণপিটুনির ক্ষেত্রে কেন্দ্র যা যা সহায়তা প্রয়োজন, দেবে, কিন্তু এ ধরনের ঘটনা রুখতে রাজ্য সরকারগুলিকেই কড়া ব্যবস্থা নিতে হবে। কেন্দ্র শিখ বিরোধী দাঙ্গার ইস্যুতে বিশেষ তদন্ত দল (সিট) গড়েছে, শিখ সম্প্রদায়কে ন্যয়বিচারের আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। বিরোধীদের নিশানা করে রাজনাথ বলেন, কে ওঁদের নেতা, কী হবে নীতি, সে ব্যাপারে ওঁদের মধ্যেই সংশয় আছে। কার বিরুদ্ধে আপনারা অনাস্থা আনছেন? প্রধানমন্ত্রীর আবেদনের প্রভাব এমনই যে, অনেকে ওনার আবেদনের পর রান্নার গ্যাসে ভর্তুকি ছেড়ে দিয়েছেন। ওঁরা পরস্পরকেই বিশ্বাস করেন না। আর নেতৃত্বের প্রশ্ন উঠলেই ওঁদের হাওয়া বেরিয়ে যায়। কেরলের মতো রাজ্যে বিজেপি প্রভাব ফেলেছে, দুই তৃতীয়াংশ মার্জিনে ত্রিপুরা দখল করেছে, যা একসময় ভাবা যেত না বলেও মন্তব্য করেন রাজনাথ। সরকার পক্ষের কাছে প্রয়োজনীয় সংখ্যা থাকার পরও বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনার নিন্দা করে তিনি বলেন, ২০০৪ থেকে ২০১৪ পর্বে বিজেপি বিরোধী শিবিরে থাকাকালে কখনও এমন ভাবেনি, কারণ জানত, মনমোহন সিংহের অনুকূলে শক্তি আছে। কংগ্রেসকে নিশানা করে রাজনাথ আরও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী বিজেপিকে কটাক্ষ করেছিলেন ১৯৮৪-তে সংসদে মাত্র ২জন এমপি থাকায়। কিন্তু এমন ঔদ্ধত্য ভাল নয়, কারণ সময় বদলায়, সেই একই দল বিজেপি এখন সংসদে সংখ্যাগরিষ্ঠ। রাজনাথের দাবি, প্রধানমন্ত্রী মোদী যেসব পদক্ষেপ করেছেন, তার জোরেই ভারত দুনিয়ার সবচেয়ে বড় অর্থনীতির মধ্যে জায়গা করে নিয়েছে, গত ৪ বছরে ৯ থেকে ৬ নম্বরে উঠে এসেছে। ২০১৬-য় ভারতের মিসাইল টেকনোলজি রেজিম ক্লাবের সদস্যপদ প্রাপ্তির উল্লেখ করে তিনি বলেন, চিন পর্যন্ত এই এলিট গোষ্ঠীতে জায়গা পায়নি। '
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















