এক্সপ্লোর
Advertisement
সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে প্রকাশ্যে ময়লা ফেলার জন্যে কড়া কথা বলায় বিরুষ্কাকে আইনি নোটিস পাঠালেন সেই ব্যক্তি
মুম্বই: গত সপ্তাহেই বিরাট কোহলি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় স্ত্রী অনুষ্কা শর্মা তাঁর গাড়ির কাঁচ নামিয়ে পাশের বিলাসবহুল গাড়িতে থাকা এক ব্যক্তিকে গাড়ি থেকে প্লাস্টিক ফেলার জন্যে কড়া কথা বলছেন। অনুষ্কার স্পষ্ট প্রশ্ন ছিল কেন তিনি গাড়ি থেকে ময়লা ফেলছেন রাস্তায়? ময়লা ফেলার কোনও বিন তাঁর ব্যবহার করা উচিত বলেও মন্তব্য করেন অনুষ্কা। বিরাট সেই ভিডিওটি পোস্ট করে আবার লেখেন, দামি গাড়ি চড়লেও, এই ব্যক্তির বুদ্ধি লোপ পেয়েছে। এবার সেই ব্যক্তিই সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচয় এভাবে প্রকাশ করে দেওয়ার জন্যে কোহলি দম্পতিকে আইনি নোটিস পাঠালেন। খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে।
দিন কয়েক আগেই জানা গিয়েছে, বিরাটের ভিডিওতে থাকা ওই ব্যক্তি হলেন আরহান সিংহ। তিনি শৈশবে বেশ কিছু ছবিতে শাহরুখ খানের সঙ্গেও অভিনয় করেছেন। ভিডিওটি বিরাট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রায় লক্ষাধিক লোক সেটি দেখে ফেলেন। এরপরই মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে ভিডিওটিকে কেন্দ্র করে।Anushka Sharma and Virat Kohli served legal notice by the man, who was earlier scolded by the actress in a recent post over social media for littering in public.
Read @ANI story | https://t.co/9BWvVV1tl9 pic.twitter.com/W0U13VmF6j — ANI Digital (@ani_digital) June 23, 2018
অনেকেই অনুষ্কাকে ভিডিওতে অহেতুক রূঢ় বলেও আক্রমণ করেছেন। আবার অনেকে বিরুষ্কার স্বপক্ষেও মুখ খুলেছেন। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী কিরেন রিজিজুও। তাঁর মতে, রাস্তাঘাট পরিস্কার, পরিচ্ছন্ন রাখাটা প্রত্যেক নাগরিকের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তবে অনেকই কোহলি দম্পতির সমালোচনা করেন এই বলেও যে শিক্ষা দেওয়ার জন্যে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করার কোনও প্রয়োজন ছিল না।Saw these people throwing garbage on the road & pulled them up rightfully. Travelling in a luxury car and brains gone for a toss. These people will keep our country clean? Yeah right! If you see something wrong happening like this, do the same & spread awareness. @AnushkaSharma pic.twitter.com/p8flrmcnba
— Virat Kohli (@imVkohli) June 16, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement