Bangladesh News: জাল নথি তৈরির অভিযোগ, বেহালার পর্ণশ্রী থেকে গ্রেফতার দীপঙ্কর দাস | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জাল পাসপোর্ট মামলায় পঞ্চম গ্রেফতার। বেহালার পর্ণশ্রী থেকে গ্রেফতার দীপঙ্কর দাস। দীপঙ্করের বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ। এর আগে গ্রেফতার করা হয়েছিল বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেনকে। ধৃত যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র এবং ঢাকুরিয়া পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল। ধরা পড়েন বারাসাতের বাসিন্দা সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে রিপন
আরও খবর...
বাংলাদেশে অস্থির পরিস্থিতির জেরে, সীমান্তে শরণার্থীর ভিড়। বাংলাদেশে জেল ভেঙে পালানো জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে কিংবা ঢোকার চেষ্টা করছে কি না, সেই উদ্বেগ-আশঙ্কার মধ্যেই এপারে রমরমিয়ে শুরু হয়েছে পাসপোর্ট জালিয়াতি চক্র। ২ থেকে ৫ লক্ষ টাকা খরচ করলেই, পাওয়া যাচ্ছে হাতেগরম ভারতীয় পাসপোর্ট! আর এই জালিয়াতি চক্রে অন্য়তম ভূমিকা নিচ্ছে পোস্ট অফিসের স্থায়ী-অস্থায়ী কর্মীরা। সম্প্রতি পরপর চারজনের গ্রেফতারির পর, চাঞ্চল্য়কর পর্দাফাঁস হয়েছে এই চক্রের! আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী জানিয়েছেন , ইতিমধ্য়ে ৭৩ জন বাংলাদেশের নাগরিকের হাতে ভারতের পাসপোর্ট পৌঁছে গেছে। পুলিশ সূত্রে দাবি, এই সংখ্য়াটা বেড়ে ২৫০-ও হতে পারে।