এক্সপ্লোর
Advertisement
আইপিএল বেটিং করেছেন, বুকি সোনুর সঙ্গে যোগ ৫ বছরের, জেরায় স্বীকার আরবাজের, দাবি সূত্রের
ঠাণে (মহারাষ্ট্র): আইপিএল বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে জেরার মুখোমুখি হতে ঠাণে থানায় হাজির আরবাজ খান। আজ সকালে ঠাণে পুলিশের তোলাবাজি দমন সেলে বক্তব্য রেকর্ড করাতে আসেন তিনি। গতকালই তাঁর বক্তব্য জানতে ডেকে পাঠায় পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে সলমন খানের ভাই আরবাজ দেশের প্রথম সারির বুকিদের একজন, সোনু জালানের সঙ্গে গত পাঁচ বছর ধরে তাঁর জানাশোনা রয়েছে বলে স্বীকার করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাজি ধরেছেন, তাও তিনি কবুল করেছেন বলে খবর।
যদিও গত ২৭ মে শেষ হওয়া ২০১৮-র আইপিএলের কোনও ম্যাচে বেটিং করেননি বলে দাবি করেছেন আরবাজ।
সূত্রের বক্তব্য, আরবাজ জেরায় বলেছেন, পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেও তিনি বেটিংয়ে টাকা ঢালতেন। সোনু জালানের সঙ্গে ৫ বছর ধরে তাঁর যোগাযোগ ছিল।
সূত্রটি আরও বলেছে, আরবাজ অপরাধী নন, তিনি বুকি সোনুর ব্ল্যাকমেলের শিকার, কারণ সোনু তাঁকে টাকা দেওয়ার চাপ দিয়ে ভয় দেখাচ্ছিল।
সোনু জালান ওরফে সোনু মালাদ সহ মুম্বইয়ের চারজনকে গত ১৫ মে গ্রেফতার করে বেটিং চক্রটি ফাঁস করে ঠাণে পুলিশ। জেরায় সোনু আরবাজের নাম করে। তারপরই ৫০ বছর বয়সি বলিউড অভিনেতাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয় পুলিশ।
গতকালই তোলাবাজি দমন সেলের প্রধান তথা সিনিয়র ইনসপেক্টর প্রদীপ শর্মা বলেন, তদন্তে সোনু ও আরবাজের মধ্যে 'যোগসূত্র' প্রতিষ্ঠিত হয়েছে। আরেক পুলিশকর্তা বলেন, আমাদের সন্দেহ আরবাজ আইপিএলের ম্যাচে বাজি ধরেছেন। তাঁর ব্যাঙ্কের লেনদেন খতিয়ে দেখতে চাই আমরা।
জিজ্ঞাসাবাদের উল্লেখ করে সূত্রের দাবি, আরবাজ নাকি বাজি ধরে ২.৮০ কোটি টাকা সোনুর কাছে হেরেছেন। কিন্তু সেই টাকা না দেওয়ায় সোনু তাঁকে হুমকি দেয়।
পুলিশ ইনস্পেক্টর রাজকুমার কোঠমায়ারকে উদ্ধৃত করে একটি সূত্র বলেছে, এই মামলার তদন্ত গত ৫-৬ বছর ধরে চলছে, ৫০০-৬০০ কোটি টাকার ব্যাপার হতে পারে। আরবাজের কাছ থেকে জানার চেষ্টা হচ্ছে, তাঁর কী ভূমিকা ছিল। মুম্বই, আমদাবাদ, জয়পুর, নয়াদিল্লির রাঘব বোয়াল বুকিরা গোটা আইপিএল বেটিং কেলেঙ্কারিতে জড়িত থাকতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement