এক্সপ্লোর
Advertisement
সেনাপ্রধান হিসেবে তাঁকে দেখতে চাননি ভিকে সিংহ? অভিযোগ দলবীর সিংহের
নয়াদিল্লি: প্রাক্তন প্রধানে বিরুদ্ধে তোপ বর্তমান প্রধানের।
প্রাক্তন সেনাপ্রধান তথা বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভি কে সিংহের (অবসরপ্রাপ্ত) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন বর্তমান সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ।
খবরে প্রকাশ, দলবীরকে সেনাপ্রধান নিয়োগ করার সময়ে পক্ষপাতিত্ব করা হয়েছিল বলে অভিযোগ করে আদালতের দ্বারস্থ হন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রবি দস্তানে। এই প্রসঙ্গে নিজের বক্তব্য পেশ করে আদালতে হলফনামা জমা দেন দলবীর। সেখানে তিনি তাঁর পূর্বসূরীর বিরুদ্ধে অন্যায়ভাবে তাঁর পদোন্নতি আটকানোর অভিযোগ তোলেন।
দলবীর বলেন, ‘সেনাপ্রধানের পদে যাতে আমার পদোন্নতি না হয়, তার জন্য তৎকালীন সেনাপ্রধান আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনেন।’ বর্তমান সেনাপ্রধানের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যে, ভিত্তিহীন এবং আকাশকুসুম অভিযোগ তুলে কারণ-দর্শানোর নোটিশ ধরানো হয়।
দলবীর যোগ করেন, অভিযোগের প্রেক্ষিতে কোর্ট অফ ইনক্যোয়ারি-তে কোনও প্রমাণ মেলেনি তাঁর বিরুদ্ধে। তারপরও, অন্যায়ভাবে তাঁকে নোটিশ ধরানো হয় বলে হলফনামায় জানিয়েছেন দলবীর। তিনি বলেন, ওই নোটিশ না কেবল অসম্পূ্র্ণ, তা অত্যন্ত অস্পষ্ট, উদ্দেশ্যপ্রণোদিত এবং ন্যায়ের পরিপন্থী ছিল।
প্রসঙ্গত, ২০১১ সালের ডিসেম্বরে অসমের জোরহাটে একটি সারিক অভিযানে অংশ নেয় বাহিনীর ৩ কোর ইন্টেলিজেন্স অ্যান্ড সার্ভেল্যান্স ইউনিট। এর ফলস্বরূপ, ২০১২ সালে ইউনিটের তৎকালীন জেনারেল অফিসার কম্যান্ডিং (জিওসি) ছিলেন। ফলে, ২০১২ সালে দলবীরের বিরুদ্ধে কোর্ট অফ ইনক্যোয়ারির নির্দেশ দিয়ে তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করেন ভিকে সিংহ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement