(Source: ECI/ABP News/ABP Majha)
নির্মলার অরুণাচল সফর নিয়ে চিনের আপত্তি ওড়ালেন সেনাপ্রধান
নয়াদিল্লি: প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সাম্প্রতিক অরুণাচল প্রদেশ সফর ঘিরে চিনের সমালোচনাকে খারিজ করলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি জানিয়ে দেন, দেশের যে প্রান্তে সেনা মোতায়েন রয়েছে, সেখানেই যান প্রতিরক্ষামন্ত্রী।
শনিবার ও রবিবার, চিন-সীমান্ত লাগোয়া অরুণাচল প্রদেশের আনজো জেলা পরিরদর্শনে যান নির্মলা। সেখানে তিনি সামরিক বাহিনীর প্রস্তুতির হাল-হকিকৎ খতিয়ে দেখেন। একইসঙ্গে সেখানে দূর্গম এলাকায় মোতায়েন জওয়ানদের সঙ্গে কথাও বলেন।
নির্মলার এই সফরের সমালোচনা করে চিন। বেজিংয়ের মতে, বিতর্কিত এলাকায় তাঁর এই পরিদর্শন শান্তির পক্ষে ইতিবাচক নয়। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনউইং বলেন, এধরনের সফরের আগে চিনের অবস্থানের বিষয়টি মাথায় রাখা উচিত ভারতের।
এর জবাবে সেনাপ্রধান বলেন, প্রতিরক্ষামন্ত্রী ফরোয়ার্ড এরিয়াতে গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করে থাকেন। তাঁদের সঙ্গে কথা বলে সমস্যার কথা শোনেন। এতে বাহিনীর মনোবল বাড়ে। তিনি যোগ করেন, দেশের যে প্রান্তেই ভারতীয় ফৌজ মোতায়েন রয়েছে, সেখানেই পরিদর্শনে যান প্রতিরক্ষামন্ত্রী। দিনের শেষে প্রতিরক্ষামন্ত্রকই আমাদের (সেনাকে) সহায়তা প্রদান করে আসছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চিন। সেই দাবি ভারত প্রতিবারই নস্যাৎ করে দিয়েছে।