এক্সপ্লোর
বিনা প্ররোচনায় পাক হামলায় রাজৌরিতে হত ভারতীয় জওয়ান

শ্রীনগর: পাকিস্তানি সেনার গুলিতে নিহত ভারতীয় জওয়ান। শনিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরির সুন্দেরবানি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি বাহিনীর গুলিচালনায় প্রাণ হারিয়েছেন ল্যান্স নায়েক যোগেশ মুরলিধর ভাদানে। ২৮ বছর বয়সি এই জওয়ান মহারাষ্ট্রের ধুলে জেলার খালানে গ্রামের ছেলে। পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী পুনম যোগেশ। সেনা সূত্রে খবর, পাক জওয়ানদের গুলিতে গুরুতর জখম যোগেশের মৃত্যু হয় চিকিত্সা চলাকালীন। বিনা প্ররোচনায় পাক বাহিনীর হামলার জবাব দেয় ভারতীয় সেনা। প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন, ল্যান্স নায়েক যোগেশ মুরলিধর ভাদানে ভীষণ কর্তব্যপরায়ণ, সাহসী মানুষ ছিলেন। দেশ তাঁর চরম বলিদান ও কর্তব্যের প্রতি নিষ্ঠার কথা চিরকাল মনে রাখবে। সাম্বায় আন্তর্জাতিক সীমানার ওপার থেকে পাকিস্তানি স্নাইপার বাহিনীর হামলায় বিএসএফের এক হেড কনস্টেবলের মৃত্যুর কয়েকদিনের ব্যবধানেই পাক হামলা কেড়ে নিল আরও এক ভারতীয় জওয়ানের জীবন। হেড কনস্টেবল হত্যার জবাবে বিএসএফ দুটি পাকিস্তানি মর্টার হামলা চালানোর কেন্দ্র গুঁড়িয়ে দেয়, আরনিয়া সেক্টরে নিকোয়াল বর্ডার আউটপোস্টের কাছে আন্তর্জাতিক সীমান্ত বরাবর এক পাক হানাদারকে হত্যা করে অনুপ্রবেশও ভেস্তে দেয়। গত ৩১ ডিসেম্বরও রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি হামলায় নিহত হন ৩২ বছরের সেপাই জগসীর সিংহের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















