মহারাষ্ট্রে সেনা নিয়োগের প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার ১৮
ঠাণে: এবার সেনাবাহিনীর নিয়োগ-পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠল মহারাষ্ট্র ও গোয়ায়। জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাতিল করা হয়েছে পরীক্ষা।
খবরে প্রকাশ, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মহারাষ্ট্রের নাগপুর, পুণে, নাসিক এবং গোয়ায় অভিযান চালিয়ে প্রশ্নপত্রগুলি উদ্ধার করেন ঠাণে ক্রাইম ব্রাঞ্চের কর্তারা।
এই ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, মহারাষ্ট্র ও গোয়া থেকে প্রায় ৩৫০ পরীক্ষার্থীকেও আটক করা হয়েছে। জানা গিয়েছে, ওই পরীক্ষার্থীরা টাকার বিনিময়ে উত্তর সহ প্রশ্নপত্র কিনেছিল।
জানা গিয়েছে, ধৃত ১৮ জনের মধ্যে অনেকেই সেনার সঙ্গে যুক্ত। বিভিন্ন লজ ও গেস্টহাউসে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের দিয়ে প্রশ্নের উত্তর তৈরি করা হত। তারপর বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে তা পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যেত।
এর জন্য প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ২ লক্ষ টাকা নেওয়া হত বলেও অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় ১০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে বলে অনুমান।
প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি সেনার তরফে মহারাষ্ট্র, গুজরাত ও গোয়া মিলিয়ে ৯টি কেন্দ্রে আজকের মতো পরীক্ষা বাতিল করা হয়েছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।