এক্সপ্লোর
সেনার দিকে যারা পাথর ছোঁড়ে, তাদেরও সেবা করে সেনা: নরেন্দ্র মোদী

ভোপাল: দু’বছর আগে কাশ্মীর যখন প্রবল বন্যায় ভেসে যায়, তখন সেনাবাহিনীই তাদের পাশে দাঁড়িয়েছিল। কোনওরকম অসন্তোষ, অভিযোগ ছাড়া হাসিমুখে দুর্গতদের সাহায্য করেছিল তারা। যারা তাদের দিকে পাথর ছুঁড়ে রক্তপাত ঘটায়, তাদের দিকেও সহায়তার হাত বাড়িয়ে দেয় সেনাবাহিনী। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে প্রধানমন্ত্রী তুলে আনেন শ্রীনগরের ভয়ঙ্কর বন্যার প্রসঙ্গ। বলেন, সরকারও বুঝতে পারছিল না, কীভাবে পরিস্থিতি সামলানো যাবে। তখন গোটা দেশ দেখেছিল, কীভাবে জওয়ানরা চালিয়েছিলেন ত্রাণের কাজ। একবারও অভিযোগ করেননি, যে, যাদের তাঁরা উদ্ধার করছেন, তারাই তাঁদের ওপর পাথর ছোঁড়ে, চোখ উপড়ে আনে এমনকী খুনও করে। মানবতার ডাকে দেশবাসীর পাশে নিজেদের সবটুকু দিয়ে দাঁড়ান তাঁরা। প্রধানমন্ত্রী আরও বলেন, সেনাকর্মীরা দেশের জন্য প্রাণের বলি দেন, তাঁদের জন্য সাধারণ মানুষ শান্তিতে ঘুমোতে পারে। তাই নাগরিকদের উচিত, সেনাকর্মীদের দেখলে সম্মান প্রদর্শন করা, যেমন বিদেশে দেখা যায়। ঘটনা হিসেবে এটি খুবই ছোটখাটো কিন্তু তাই সেনা ও আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। তাঁর কথায়, সেনাবাহিনীর সবথেকে বড় সহায় তার অস্ত্রশস্ত্র নয়, বরং ১২৫ কোটি ভারতবাসীর সাহায্য ও বিশ্বাস। তাই তাদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। যেভাবে প্রধানমন্ত্রী প্রকাশ্যে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের পাশে দাঁড়িয়েছেন তাও তাৎপর্যপূর্ণ। পর্রীকরকে কম কথার লোক বলে ব্যাখ্যা করে মোদী বুঝিয়েছেন, তিনি প্রকৃতই কাজের মানুষ। বিরোধীরা বারবার প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে, প্রতিরক্ষামন্ত্রীকে সমর্থন করছে তারা। এবার প্রধানমন্ত্রীর বক্তব্যেও পরিষ্কার, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অপারেশন চালিয়ে আসা ভারতীয় সেনার কাজে যেমন তিনি বিশ্বাসী, তেমনই আস্থা রাখেন পর্রীকরের ওপরেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















