এক্সপ্লোর
Advertisement
রোবট বা কম্পিউটার ভারতীয়দের চাকরি খেতে পারবে না, মনে করেন সত্য নাদেলা
বেঙ্গালুরু: কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ কম্পিউটার, রোবট ভারতে চাকরির টানাটানি তৈরি করবে না। আশ্বাস দিলেন মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা।
তিনি বলেছেন, ভারতের অর্থনীতি বেশিরভাগই পরিষেবামূলক, সেখানে প্রচুর, প্রচুর কাজ আছে। সেগুলো কম্পিউটার, রোবটের পক্ষে করে ওঠা সম্ভব নয়। যেমন যেমন সহানুভূতি কখনও দেখাতে পারবে না তারা। নাদেলার কথায়, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বেড়ে যাবে, তখন প্রকৃত বুদ্ধিমত্তা দুর্লভ হয়ে পড়বে, দুর্লভ হবে কাণ্ডজ্ঞান বা কমন সেন্স। ফলে তখনও নতুন কাজের ক্ষেত্র উন্মুক্ত হবে ঠিকই।
আমেরিকার অভিবাসন নীতিরও প্রশংসা করেছেন মাইক্রোসফট সিইও। তাঁর কথায়, এই অভিবাসন নীতিই তাঁর আমেরিকান ড্রিম সফল করতে সাহায্য করেছে। তবে একইসঙ্গে তিনি বলেছেন, প্রতিটি সরকারের অধিকার রয়েছে, তাদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অভিবাসন নীতি ঠিক করার।
নাদেলার কথায়, মার্কিন মূল্যবোধ দাঁড়িয়ে রয়েছে সবাইকে গ্রহণ করা ও বৈচিত্র্যের ওপর। আমেরিকা অভিবাসীদের দেশ। আদতে হায়দরাবাদের মানুষ নাদেলা বলেছেন, ভারতে মার্কিন প্রযুক্তি পৌঁছে যাওয়া ও মার্কিন অভিবাসন নীতি তাঁর আমেরিকান ড্রিম সফল হওয়া সম্ভব হয়েছে। এই অভিবাসন নীতির ফলেই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দক্ষ কর্মীরা আমেরিকায় এসেছেন। তবে তাঁর কথায়, কোন দেশ কী অভিবাসন নীতি নির্ধারণ করবে, সেটা একেবারে তাদের ব্যাপার। ভারতের ক্ষেত্রে ভারত নিজেদের গুরুত্ব দেবে, ব্রিটেন ব্রিটেনকে, আমেরিকা আমেরিকাকে। মাইক্রোসফটের মত বহুজাতিক সংস্থার কাজ হল, স্থানীয়দের জন্য কাজের সুযোগ বাড়িয়ে এই সব দেশে বাণিজ্য করা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement