চিকিৎসার জন্য আমেরিকায় পাড়ি দিলেন অরুণ জেটলি
নয়াদিল্লি: চিকিৎসার জন্য আচমকা মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন অরুণ জেটলি। সূত্রের খবর, রবিবাব রাতে মেডিক্যাল চেক-আপের জন্য জেটলি মার্কিন মুলুকে গিয়েছেন। আগামী ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এনডিএ সরকারের শেষ বাজেট পেশ করার কথা তাঁর। রাজনৈতিক মহেলর ধারণা, অন্তর্বর্তী বাজেট হলেও, জেটলির এবারের বাজেট-বক্তব্য দীর্ঘ হবে। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যে কারণে গত বছর এপ্রিলে লন্ডনে একটি সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তা বাতিল করেন। তাঁকে ভর্তি করতে হয় দিল্লির এইমসে। ডায়ালিসিস চলতে থাকে। মে মাসে কিডনি ট্রান্সপ্লান্ট অস্ত্রোপচারও হয় তাঁর। সেই সময় জেটলির অবর্তমানে অর্থমন্ত্রকে অতিরিক্তি দায়িত্ব সামলান রেলমন্ত্রী পীযুষ গয়াল। অগাস্ট মাসে ফের নর্থ ব্লকে নিজের দফতরে যোগ দেন ৬৬ বছরের জেটলি। এর আগে, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ওজন কমানোর জন্য বেরিয়াট্রিক সার্জারি করান। সেই অস্ত্রোপচার ম্যাক্স হাসপাতালে হয়, কিন্তু জটিলতা সৃষ্টি হওয়ায় তাঁকে এইমসে স্থানান্তরিত করতে হয়।