এক্সপ্লোর
আলাদা টাইম জোনের দাবি অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর: উত্তর-পূর্ব ভারতের জন্য আলাদা টাইম জোনের দাবি জানালেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তাঁর মতে, কর্মদক্ষতা বাড়ানো এবং বিদ্যুৎ বাড়ানোর জন্যই আলাদা টাইম জোন দরকার। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা রোজ ভোর চারটেয় ঘুম থেকে উঠি। কিন্তু সরকারি দফতর খোলে সকাল দশটায় এবং বন্ধ হয় বিকেল চারটেয়। এর ফলে দিনের আলোর বেশিরভাগটাই ব্যবহার করা যায় না।’ উত্তর-পূর্ব ভারতের জন্য আলাদা টাইম জোন চালু করার দাবি দীর্ঘদিনের। কিন্তু সেই দাবি এতদিনেও পূরণ হয়নি। গুয়াহাটি হাইকোর্টে এ বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু সেই মামলা খারিজ করে দিয়েছে আদালত। এই পরিপ্রেক্ষিতে অরুণাচলের মুখ্যমন্ত্রীর মন্তব্য তাৎপর্যপূর্ণ। গত বছরের জুলাইয়ে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন পেমা। তিনিই দেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। বিজেপি-শাসিত একটি রাজ্যের মুখ্যমন্ত্রী আলাদা টাইম জোনের দাবি তোলায় কেন্দ্র এখন কী অবস্থান নেয় সেটাই দেখার। এর আগে ২০১৪ সালের জানুয়ারিতে অসমের তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈও উত্তর-পূর্ব ভারতের জন্য আলাদা টাইম জোনের দাবি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, চা বাগানের সময়কেই উত্তর-পূর্ব ভারতের সরকারি সময় হিসেবে গণ্য করা উচিত। কিন্তু সেই দাবি মানা হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন


















