২০১৭ সালের ম্যান বুকারের প্রাথমিক তালিকায় ঠাঁই পেল অরুন্ধতী রায়ের উপন্যাস ‘দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস’
নয়াদিল্লি: চলতি বছরের ম্যান বুকার পুরস্কারের লংলিস্ট বা প্রাথমিক বাছাই তালিকায় জায়গা পেল সাহিত্যিক অরুন্ধতী রায়ের সাম্প্রতিকতম উপন্যাস ‘দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস’।
১৯৯৭ সালে প্রথম উপন্যাসেই বাজিমাত করেছিলেন অরুন্ধতী। সেই বছর তাঁর রচিত ‘গড অফ স্মল থিংস’ ম্যান বুকার পুরস্কার জিতে নিয়েছিল। তারপর কেটে গিয়েছে ১৯ বছর। ফের বুকার তালিকায় উঠল সাহিত্যিকের কোনও উপন্যাস।
২০১৬ সালের ১ অক্টোবর থেকে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর—এই সময়ের মধ্যে ইংল্যান্ডে প্রকাশিত ১৪৪টি উপন্যাসের মধ্যে থেকে ১৩টি উপন্যাসের তালিকা তৈরি করা হয়েছে। এর জন্য পাঁচ বিচারকের প্যানেল গঠন করেছিল ম্যান বুকার কর্তৃপক্ষ।
অরুন্ধতী রায়ের পাশাপাশি, এই তালিকায় ঠাঁই হয়েছে আলি স্মিথ, জ্যাডি স্মিথ, সেবাস্টিয়ান ব্যারি, মোহসিন হামিদের রচনা। এছাড়াও তালিকায় রয়েছে—এমিলি ফ্রিডলান্ড, মাইক ম্যাককর্ম্যাক, জন ম্যাকগ্রেগর, ফিওনা মোজলে, জর্জ সন্ডার্স, কামিলা শামিস এবং কলসন হোয়াইটহেড-এর উপন্যাস।
এই তালিকা থেকে ৬টি উপন্যাসকে নিয়ে একটি সর্টলিস্ট বা চূড়ান্ত বাছাই তালিকা তৈরি হবে। যা প্রকাশিত হবে ১৩ সেপ্টেম্বর। তারপর ১৭ অক্টোবর ২০১৭ সালের বিজয়ীর নাম ঘোষণা হবে। ম্যান বুকার পুরস্কারের মূল্য ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড।