এক্সপ্লোর
Advertisement
এবার জেটলির কাছে মানহানি মামলায় ক্ষমা চাইলেন কেজরীবাল
নয়াদিল্লি: একের পর এক ক্ষমা প্রার্থনা করেই চলেছেন অরবিন্দ কেজরীবাল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দায়ের করা মানহানি মামলায় এবার তাঁর কাছে ক্ষমা চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আমআদমি পার্টির (আপ)আহ্বায়ক।
কেজরীবাল, আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ ও আপ মুখপাত্র আশুতোষ এক যৌথ পত্রে জেটলির কাছে ক্ষমা চেয়েছেন। জেটলি দিল্লি ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে থাকাকালে দুর্নীতি করেছেন বলে অভিযোগ তুলেছিলেন কেজরীবাল। পাল্টা ২০১৫-য় তাঁর বিরুদ্ধে ১০ কোটি টাকার সম্মানহানির মামলা করেন জেটলি।
Delhi CM Arvind Kejriwal, AAP leaders Sanjay Singh,Ashutosh and Raghav Chadha apologize to Union Finance Minister Arun Jaitley in the defamation case he had filed against them pic.twitter.com/CJFqxVD738
— ANI (@ANI) April 2, 2018
চিঠিতে লেখা হয়েছে, আপনার বিরুদ্ধে সংবাদপত্রে, ইলেকট্রনিক বা সোস্যাল মিডিয়ায় আমার যাবতীয় অভিযোগ বিনা শর্তে তুলে নিচ্ছি। আমার তোলা অভিযোগের জেরে আপনার ও আপনার পরিবারের মর্যাদা হানি হয়ে থাকলে সেজন্য আন্তরিক ভাবে ক্ষমা চাইছি। যদিও আমরা দুটি ভিন্ন রাজনৈতিক দলের লোক, আমার বিশ্বাস, এবার আমাদের মধ্যে যে অপ্রীতিকর মামলা-মোকদ্দমা চলছে, তার অবসান হবে। দেশবাসীর স্বার্থ পূরণ হবে এতে।
গত মাসে রাজনৈতিক মহলকে বিস্মিত করে কেজরীবাল কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী ও কংগ্রেস নেতা কপিল সিবালের কাছে ক্ষমা চান তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায়, যদিও তা কোনওভাবে প্রমাণিত হয়নি। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাঁরাও কেজরীবালের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার করেন।
কোনও প্রমাণ ছাড়াই মাদক পাচারে যুক্ত থাকার অভিযোগ তোলায় অকালি দল নেতা বিক্রম মাজিথিয়ার কাছেও ক্ষমা চান কেজরীবাল, যা নিয়ে শোরগোল তুলে আপের পঞ্জাব শাখায় কার্যত বিদ্রোহ হয়, আপ রাজ্য সভাপতি পদে ইস্তফা দেন ভগবন্ত মান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement