তীব্র তাপপ্রবাহ! জগন্নাথ যাত্রার সময়ে গুজরাতে হাতি পাঠাচ্ছে না অসম
আশঙ্কার কথা জানিয়ে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লিখে তাঁর হস্তক্ষেপ দাবি করেন অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

গুয়াহাটি: দেশের দেশের উত্তর-পশ্চিমে চলছে তীব্র তাপপ্রবাহ। সেই জন্য আসন্ন রথযাত্রা উপলক্ষ্যে গুজরাতে চারটি হাতি পাঠানোর কথা থাকলেও তা বাতিল করল অসম সরকার। চলতি সপ্তাহে একটি জনস্বার্থ মামলার শুনানিতে গৌহাটি হাইকোর্ট অসম প্রশাসনকে নির্দেশ দেয় বৃহস্পতিবারের মধ্যে একটি যথাযোগ্য সিদ্ধান্ত জানাতে, এই মর্মে যে, হাতিগুলিকে পাঠানো হবে কি না। এদিন, অসমের মুখ্য বনপাল (বন্যপ্রাণী) রঞ্জনা গুপ্তা জানান, উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক এবং দেশের উত্তর-পশ্চিমে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকায় যে অনুমতি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হল। এরসঙ্গেই, যে চারটি হাতিকে অসমের তিনসুকিয়া থেকে গুজরাতের আমদাবাদে পাঠানোর কথা ছিল, সেগুলির নাম করে চারটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেন। এর আগে, পশুচিকিৎসকদের নিয়ে গঠিত রাজ্যের বিশেষজ্ঞ কমিটিও হাতিগুলিকে পাঠানোর বিরুদ্ধে মতপ্রকাশ করেছিল। ওই কমিটি জানিয়েছিল, হাতিদের স্বাভাবিক শারীরিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়ায়ের কাছে ঘোরাফেরা করে। ফলত, পরিবহণের সময় পারিপার্শ্বিক তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রি হওয়া উচিৎ। কিন্তু, বর্তমানে উত্তর-পশ্চিমে তাপপ্রবাহের ফলে সেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রির কাছে রয়েছে। ফলত, হাতিগুলি হিট-স্ট্রোকের শিকার হতে পারে। আশঙ্কার কথা জানিয়ে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লিখে তাঁর হস্তক্ষেপ দাবি করেন অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।






















