এক্সপ্লোর
Advertisement
মেয়েদের শিক্ষায় উৎসাহ দিতে মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটার দেবে অসম সরকার
রাজ্যে মেয়েদের শিক্ষায় উৎসাহ দিতে নয়া উদ্যোগ অসম সরকারের। রাজ্যের ছাত্রীদের মধ্যে ২২,২৫০ টি নিখরচায় স্কুটার বিলি করা হবে। অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার এ কথা জানিয়েছেন।
গুয়াহাটি: রাজ্যে মেয়েদের শিক্ষায় উৎসাহ দিতে নয়া উদ্যোগ অসম সরকারের। রাজ্যের ছাত্রীদের মধ্যে ২২,২৫০ টি নিখরচায় স্কুটার বিলি করা হবে। অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার এ কথা জানিয়েছেন।
বাসকা জেলার মুশলপুরে ছাত্রীদের মধ্যে স্কুটার বিলির পর মন্ত্রী বলেছেন, অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের ২০২০-র উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রী প্রথম ডিভিশনে পাশ করেছেন, সেই সমস্ত মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটার দেওয়া হবে।
মন্ত্রী জানিয়েছেন, এই খাতে প্রজ্ঞান ভারতী স্কিমের ডক্টর বানীকন্ঠ মেধা পুরস্কারের জন্য ১৪৪ কোটি টাকা ব্যয় হবে। এর মাধ্যমে পরবর্তী শিক্ষার জন্য ওই ছাত্রীদের যাতায়াত সুগম করতে স্কুটার দেওয়া হবে।
শিক্ষামন্ত্রকের পাশাপাশি হিমন্তের হাতে রয়েছে অর্থ ও পূর্ত বিভাগেরও দায়িত্বভার। তিনি বলেছেন, তাড়াতাড়ি বিয়ে ও আর্থিক সমস্যা মেয়েদের উচ্চশিক্ষার পথে বাধা।
মন্ত্রী বলেছেন, বিজেপি সরকার ফি ছাড় দেওয়ার পর চলতি বছর ৪.৮০ লক্ষ পড়ুয়া অসমের কলেজগুলিতে নাম লিখিয়েছেন। স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়াদের রাজ্য সরকার যথাক্রমে ১,৫০০ ও ২,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। বই কেনার জন্য সাহায্য করতে পড়ুয়াদের এই টাকা দেওয়া হচ্ছে।
মন্ত্রী জানিয়েছেন, রাজ্যে শিক্ষার মানোন্নয়নের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই ১৫ থেকে ২০ হাজার শিক্ষক নিয়োগ করেছে।
এর আগে, অসম সরকার এমন একটি প্রকল্প হাতে নেয়, যা বাবা মায়েদের একটু স্বস্তি দিতে পারে। সরকার ঘোষণা করেছে, রাজ্যে আর্থিক অনটনে থাকা পরিবারগুলির মেয়েদের বিয়েতে ১ তোলা করে সোনা দেবে তারা। অর্থাৎ কিনা ১০ গ্রাম।
অরুন্ধতী স্বর্ণ যোজনায় রাজ্য সরকার মেয়ের বিয়েতে বাবা মাকে ১০ গ্রাম ওজনের সোনার মুদ্রা দেবে। এই স্বর্ণ যোজনায় অসম সরকার ৫ লাখ টাকার থেকে কম বার্ষিক আয় যাদের, সেই পরিবারগুলিকে এই সোনা উপহার দেবে। তবে কোনও পরিবারের প্রথম ২ সন্তানের ক্ষেত্রেই এই সোনা পাওয়া যাবে, বিয়ে রেজিস্ট্রি করার পর বিবাহিত মেয়েরা ১০ গ্রাম সোনা উপহার পাবেন সরকারের কাছ থেকে।
এই স্বর্ণ যোজনার মাধ্যমে অসমের মেয়েদের কিছুটা আর্থিক সুরক্ষাও মিলবে। এটি পেতে হলে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-র আওতায় বিয়ে নথিবদ্ধ করতে হবে। যেদিন নথিবদ্ধ করা হবে, সেদিনই মেয়েরা এই স্বর্ণমুদ্রার জন্য আবেদন করতে পারবেন। বিয়ের সময় মেয়ের বয়স হতে হবে অন্তত ১৮ বছর, আর তিনি যাঁকে বিয়ে করতে চলেছেন, সেই পাত্রের বয়স হতে হবে অন্তত ২১ বছর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement