Suvendu Adhikari:'নওশাদ দাঁড়িয়ে পড়লে মেটিয়াবুরুজও হাতছাড়া',নওশাদ-মমতা বৈঠক প্রসঙ্গে নিশানা শুভেন্দুর
ABP Ananda LIVE : 'কলকাতায় একমাত্র সেফ সিট মেটিয়াবুরুজ। আগেরবার নওশাদ সিদ্দিকি সেটিং করে ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিলেন বলে ওই আসনটা জিতেছিলেন, নওশাদ দাঁড়িয়ে পড়লে মেটিয়াবুরুজও হাতছাড়া। তাই ডেকেছিলেন', মমতাকে নিশানা শুভেন্দুর।
Rahul Gandhi: 'নজরে এবার বঙ্গের ভোট', ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগের মাঝেই সংসদে আলোচনা দাবি রাহুলের
ভোটার তালিকায় ভূরি ভূরি অসঙ্গতির অভিযোগ। একের পর এক রাজ্যে এই অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে লোকসভার ভোটার তালিকা নিয়ে আলোচনার দাবি তুললেন বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এ প্রসঙ্গে তিনি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের কথা তোলেন। রাহুল বলেন, "প্রত্যেক রাজ্যে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। মহারাষ্ট্রে, সাদা-কালো ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। পুরো বিরোধীপক্ষ বলছে, ভোটার তালিকা নিয়ে আলোচনা হওয়া উচিত।"
রায়বরেলির সাংসদ সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন, ভোটার তালিকা নিয়ে কি আলোচনা হবে ? এর জবাবে রাহুল বলেন, "আমার মনে হয় না।" একই ইস্যুতে এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েনাডের সাংসদ ও কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। তিনি লেখেন, প্রত্যেক ভোটে ভোটার তালিকায় জালিয়াতির ঘটনা গণতন্ত্রের পক্ষে আশঙ্কার। এই ইস্যুতে বিরোধী পক্ষ সংসদে আলোচনা চায়। গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করতে, এই আলোচনা গুরুত্বপূর্ণ। এই আলোচনা প্রত্যাখ্যান করার পরিবর্তে অনুমতি দেওয়া উচিত সরকারের।


















