দলিত মেয়েকে বিয়ে করুন, আমি সম্বন্ধ দেখছি: রাহুলকে পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রী আথাওয়ালের
মুম্বই: রাহুল গাঁধীকে একজন দলিত মেয়েকে বিয়ে করার পরামর্শ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে। সেরকম হলে, কংগ্রেস সহ-সভাপতির জন্য তিনি সম্বন্ধের খোঁজ করবেন। তাঁর দাবি, শুধু মুখের কথায় জাতপাতের বিভেদ ঘুচবে না।
সম্প্রতি, তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে ৪৭ বছরের রাহুল গাঁধী জানান, বিযের বিষয়ে তিনি ভাগ্যকে বিশ্বাস করেন। বলেন, এটা পুরনো কথা। আমি ভাগ্যে বিশ্বাস করি। যখন হওয়ার, তখন হবে।
এই প্রেক্ষিতে রাহুলকে জবাব দিয়েছেন কেন্দ্রে এনডিএ শরিক রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আথাওয়ালে) সভাপতি তথা দলিত নেতা রামদাস। জানান, তিনি কংগ্রেস সহ-সভাপতির জন্য যোগ্য পাত্রী খুঁজে দিতে পারেন।
কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী আথাওয়ালে বলেন, উনি প্রায়ই দলিতদের ঘরে যান। সেখানে তাঁদের সঙ্গে খাবার খান। আমার মনে হয় ওনার উচিত একজন দলিত মহিলাকে বিয়ে করা। দরকার হলে, আমি ওর জন্য সম্বন্ধের খোঁজ চালাব।
আথাওয়ালে মনে করিয়ে দিয়েছেন, বিয়ের কথা তুলে তিনি রাহুলকে কোনওভাবেই অসম্মান করছেন না। তাঁর দাবি, ভিন-ধর্মের বিয়ে করে রাহুল দেশবাসীর কাছে জ্বলন্ত আদর্শ হতে পারেন। তিনি যোগ করেন, তিনি নিজে দলিত হয়ে ব্রাহ্মণ মহিলাকে বিয়ে করেছেন। তাঁর মতে, দলিতদের বাড়িতে খেলেই এই জাতপাতের বিভেদ মুছবে না।