এক্সপ্লোর
Advertisement
'ভোটারদের বিভাজন ঘটাতে সংঘাতের পরিবেশ তৈরি করা হচ্ছে', পরোক্ষে বিজেপিকে নিশানা নীতীশের
নয়াদিল্লি : বিহারে দুই শরিক জেডিইউ এবং বিজেপির মধ্যে সখ্যতার বাতাবরণ যে কমে আসছে তার ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্তব্যে। প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে নীতীশ বললেন, ভোটের লক্ষ্যে ভোটারদের মধ্যে ধর্ম বা জাতের ভিত্তিতে বিভাজন ঘটাতে সংঘাতের আবহ তৈরি করা হচ্ছে।
আগামী বছরের সাধারণ নির্বাচনের পরিপ্রেক্ষিতে নীতীশের এই মন্তব্য যথেষ্ট তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষে শরিক দল বিজেপিকে নিশানা করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
নীতীশ বলেছেন, 'আমি জয়প্রকাশ নারায়ণ ও ভিপি সিংহর নেতৃত্বে কাজ করছি। তাঁদের কাছ থেকে কঠোর পরিশ্রম করার শিক্ষা পেয়েছি। কে আমাকে ভোট দিল, না দিল-তার পরোয়া করি না। কিন্তু ভোটের লক্ষ্যে ভোটারদের মধ্যে ধর্ম বা জাতের ভিত্তিতে বিভাজন ঘটাতে সংঘাতের আবহ তৈরি করা হচ্ছে'।
নীতীশ বলেছেন, আমি ভোটের পরোয়া করি না। কিন্তু সমস্ত ভোটারদের কথাই খেয়াল রাখি।
সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ভাষার ব্যবহার করা হচ্ছে, তারও নিন্দা করেছেন নীতশ। তিনি বলেছেন, একটা বড় সংখ্যায় মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। কিন্তু অনেকেই যে ধরনের ভাষা ব্যবহার করছে, তা রীতিমতো অসামাজিক। তাহলে একে কীভাবে আর সোশ্যাল মিডিয়া বলা যেতে পারে।
বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন, কিছু লোক সমাজে সংঘাত তৈরি করতে চাইছে। কিন্তু তাদের মনে রাখা উচিত, এভাবে কোনও সমস্যার সমাধান হবে না।
২০১৯-র লোকসভা নির্বাচনে জেডিইউ-র সঙ্গে বিজেপির জোটের পথ যে মসৃণ হবে না, তার ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। নীতীশ এই প্রথম পরোক্ষে বিজেপিকে নিশানা করলেন না। গত কয়েক সপ্তাহে নীতীশের বক্তব্য ও কাজে দুই শরিকের দূরত্ব বৃদ্ধির ইঙ্গিত মিলেছে।
বিহারে আন্তর্জাতিক যোগ দিবসে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেননি নীতীশ।
এর আগেও নীতীশ বলেছেন, তিনি তাঁর শাসনে অপরাধ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতা বরদাস্ত করবেন না। জোটের ওপর গুরুত্ব দেওয়ার পরিবর্তে কাজের প্রতি মনোযোগের কথাও বলেছেন নীতীশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement