আগ্নেয়গিরির ফলে বালি দ্বীপে আটকে পড়া ভারতীয়দের সহায়তায় সুষমা
নয়াদিল্লি: বালি দ্বীপের আগ্নেয়গিরি জেগে উঠতেই ইন্দোনেশিয়ায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তার জন্য প্রস্তুতি শুরু করল ভারত।
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান, তিনি গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। সেদেশে বসবাসকারী ভারতীয়দের সবরকম সহায়তা দিতে প্রস্তুত ভারতীয় মিশন বলেও জানিয়েছেন তিনি। এর জন্য বালির বিমানবন্দরে একটি হেল্প ডেস্কও খোলা হয়েছে।
https://twitter.com/SushmaSwaraj/status/935199487655493632এদিন টুইটারে সুষমা লেখেন, বালিতে বসবাসকারী ভারতীয়রা, চিন্তার কোনও কারণ নেই। জাকার্তায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রদীপ রাওয়াত এবং বালিতে নিযুক্ত কনসাল জেনারেল সুনীল বাবু সবরকম সহযোগিতা করবেন। আমি এখান থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি।
https://twitter.com/SushmaSwaraj/status/935360586153525248প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে ফের জেগে উঠেছে মাউন্ট আগুঙ্গ। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। ধোঁয়ার সেই কুণ্ডলি ভূমি থেকে প্রায় তিন কিলোমিটার উচ্চতায় পৌঁছেছে। ফলে, সব ফ্লাইট বাতিল করা হয়েছে। টানা দুদিন বন্ধ রয়েছে বালির রাজধানী ডেনপাসারের বিমানবন্দর।