চিন, পাকিস্তানের মতো ভারতের নিরাপত্তায় বিপদ হতে পারে বাংলাদেশও: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
নয়াদিল্লি: শুধু পাকিস্তান বা চিন নয়, ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপদ হতে পারে ‘তথাকথিত বন্ধু’ বাংলাদেশও। এমনটাই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির।
বৃহস্পতিবার, বণিকসভা অ্যাসোচ্যাম আয়োজিত স্বরাষ্ট্র সুরক্ষা সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আহির সাফ বলেন, বাংলাদেশ শুধুমাত্র তথাকথিত বন্ধু। কারণ, অবৈধ অনুপ্রবেশ করিয়ে ওরাই ভারতের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
তিনি যোগ করেন, শুধু চিন বা পাকিস্তান নয়, বাংলাদেশও আমাদের জাতীয় নিরাপত্তায় একইভাবে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। আমি জানি কারণ, আমি বিষয়টি অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে দেখি।
সাম্প্রতিককালে, ভারতীয় ভূখণ্ডে চিনা সেনার বারংবার আগ্রাসন প্রসঙ্গে আহির বলেন, চিন ভারতের খুব ভাল বন্ধু নয়। ওরা আমাদের জন্য সবসময় সমস্যা তৈরি করেছে। তবে, চিন হোক বা মায়ানমার, বাংলাদেশ অথবা পাকিস্তান—অনুপ্রবেশ রুখতে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার পক্ষপাতী।