এক্সপ্লোর
Advertisement
আইএস চর সন্দেহে ভারত-চিন সীমান্তে গ্রেফতার বাংলাদেশের নাগরিক
সিমলা: আইএসআইএস-এর সঙ্গে যোগ থাকার অভিযোগে ভারত-চিন সীমান্ত থেকে গ্রেফতার করা হল বাংলাদেশের এক নাগরিককে। তার নাম মহম্মদ মুস্তাফ হুসেন। সে চরবৃত্তি করছিল বলে সন্দেহ পুলিশের। লাহুল স্পিতির পুলিশ সুপার রমন কুমার মীনা জানিয়েছেন, স্পিতি তহসিলের লাপচা গ্রামের কাছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের শিবিরের কাছে সন্দেহজনকভাবে ঘুরছিল ধৃত ব্যক্তি। এরপরেই তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাংলাদেশের মানিকগঞ্জ জেলার বাসিন্দা মহম্মদ। তাকে জেরা করে এখনও পর্যন্ত বিশেষ কোনও তথ্য জানা যায়নি। গ্রেফতার করার তিন দিন পরে জানা যায়, সে বাংলাদেশের নাগরিক। আদালতে পেশ করা হয়েছিল মহম্মদকে। তার তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে খবর, গত কয়েক সপ্তাহ ধরেই লাহুল স্পিতি অঞ্চলে চরবৃত্তি করছিল মহম্মদ। সে বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরাজিতে ভালভাবেই কথা বলতে পারে। তার কাছ থেকে বাংলাদেশের একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তবে গ্রেফতার হওয়ার আগেই সে সিম নষ্ট করে দিয়েছে। পাহাড়ি অঞ্চলে ঠান্ডা আবহাওয়ায় থাকার প্রশিক্ষণ নিয়েছিল মহম্মদ। তার কাছ থেকে ২ কেজি ময়দা ও চার বোতল টম্যাটো সসও পাওয়া গিয়েছে। মহম্মদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৩ ও ১২৪এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অবগত করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement