এক্সপ্লোর
Advertisement
বৃন্দাবনে ধর্ষিতা রুশ পর্যটক, অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার গ্রেফতার
বৃন্দাবন: ২০ বছর বয়সি এক রুশ তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে বৃন্দাবন শাখার ইউকো ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ভারতে আসেন ওই তরুণী। তারপর থেকে তাঁকে বারবার ধর্ষণের শিকার হতে হয়েছে।
অভিযুক্তের নাম মহেন্দ্র প্রসাদ সিংহ। গত বছর নভেম্বরে ফেসবুকে ওই বিদেশিনীর সঙ্গে তাঁর আলাপ। নিয়মিত তাঁদের কথাবার্তা হত। মহিলা জানিয়েছেন, ওই ব্যাঙ্ক ম্যানেজারের কথাতেই ১৭ সেপ্টেম্বর ভারতে আসেন তিনি। আসেন বৃন্দাবনে। ২২ সেপ্টেম্বর তাঁকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানে তাঁকে ধর্ষণ করেন ওই ব্যক্তি, হুমকি দেন কারও কাছে মুখ না খুলতে।
তারপর থেকে বারবার ধর্ষণের শিকার হতে হয় তাঁকে। এভাবে দীর্ঘদিন চলার পর বৃন্দাবনেই তাঁর আলাপ হয় অন্য এক রুশ মহিলার সঙ্গে। তাঁর পরামর্শে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।
তাঁর অভিযোগের ভিত্তিতে ওই ব্যাঙ্ক কর্তাকে গ্রেফতার করেছে পুলিশ, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement