এক্সপ্লোর
Advertisement
নোট বদল: তিন রাত অফিসেই, হাড়ভাঙা খাটুনি, মৃত্যু ব্যাঙ্ক ম্যানেজারের
রোহতক: তিনদিন বাড়ি না গিয়ে ব্যাঙ্কেই হাড়ভাঙা খাটুনি। হার্ট অ্যাটাকে মৃত্যু ব্যাঙ্ক ম্যানেজারের। হরিয়ানা রোহতকের ঘটনা।
পুলিশ জানিয়েছে, গুরগাঁও-এর বাসিন্দা রাজেশ কুমার(৫৬) নামে ওই ব্যক্তি রোহতকের কোঅপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজার। সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে তিনি যে শাখায় কর্মরত, সেখানে দিনে কয়েকশো মানুষের ভিড় হয়। কাজের চাপে বাড়ি ফিরতে পারেননি তিনি। রাতে অফিসেই কাটিয়েছেন। বুধবার সকালে অনেকবার ডাকাডাকি সত্ত্বেও তিনি না বেরোনোয় অন্য কর্মীদের এবং পুলিশে খবর দেন নিরাপত্তারক্ষী। ভাঙা হয় দরজা। চেম্বারের দরজা ভেঙে তাঁর নিথর দেহ পরে থাকতে দেখেন কর্মীরা। চিকিত্সকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।
কুমারের পরিবারের লোকজন জানিয়েছেন, কাজের চাপ নিতে পারেননি তিনি। হার্টের অসুখ থাকায় অনেক নিয়মের মধ্যে থাকতে হত তাঁকে। নিয়ম করে ওষুধ খেতে হত। কিন্তু কাজের মধ্যে সে সব নিয়ম পালন করা হয়নি। পরিবারে তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্কের ওই শাখায় আপাতত স্থগিত কাজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
আন্তর্জাতিক
খবর
Advertisement