এক্সপ্লোর
দাগি অপরাধীদের প্রার্থীপদ খারিজ: বৃহত্তর বেঞ্চ গড়ছে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: গুরুতর অপরাধে অভিযুক্তদের নির্বাচনে প্রার্থী হতে দেওয়া হবে কি না বা বিচারের কোন পর্যায় পর্যন্ত তাদের প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য শীঘ্রই পাঁচ সদস্যের বেঞ্চ গঠন করতে চলেছে সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশ সহ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ফলে অভিযুক্তদের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, আগামী নির্বাচনের আগে যাতে দাগি অপরাধীদের নির্বাচনে প্রার্থী হওয়া সংক্রান্ত আইন স্পষ্ট হয়, সেটা নিশ্চিত করতে হবে। দিল্লির বিজেপি মুখপাত্র অশ্বিনী কুমার উপাধ্যায় সহ বেশ কয়েকজন গত বছরের ৮ মার্চ দাগি অপরাধীদের নির্বাচনে প্রার্থী হওয়া বন্ধ করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই মামলার শুনানিতেই বৃহত্তর বেঞ্চ গড়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















