তামিলনাড়ুর রাজ্যপাল হচ্ছেন বানওয়ারিলাল পুরোহিত, বিহারে এলেন সত্যপাল মালিক
নয়াদিল্লি: তামিলনাড়ুর রাজ্যপাল নিযুক্ত হলেন বানওয়ারিলাল পুরোহিত। বিহারের নতুন রাজ্যপাল হলেন সত্যপাল মালিক।
এদিন পাঁচ রাজ্যের রাজ্যপাল নিয়োগে সিলমোহর দিল রাষ্ট্রপতি ভবন। অসমের রাজ্যপালের পদে ছিলেন বানওয়ারিলাল। তাঁর জায়গায় অসমের রাজ্যপাল করে আনা হল জগদীশ মুখি। তামিলনাড়ুর রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল চন্দ্র বিদ্যাসাগর রাও। বেশ কিছুদিন ধরেই পূর্ণ সময়ের রাজ্যপাল নিয়োগের দাবি উঠছিল এই দক্ষিণী রাজ্যে।
সেইমতো, এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বানওয়ারিলালকে তামিলনাড়ুর রাজ্যপাল নিযুক্ত করেন। একইভাবে, রাষ্ট্রপতি পদে কোবিন্দ নির্বাচিত হওয়ার পর বিহাররের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। এদিন বিহারের পূর্ণসময়ের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হল প্রাক্তন সাংসদ তথা বিজেপির জাতীয় সহ-সভাপতি সত্যপাল মালিককে।
অন্যদিকে, অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার জোশীকে অন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করা হল। পাশাপাশি, বিহার বিধান পরিষদের প্রাক্তন সদস্য গঙ্গাপ্রসাদকে মেঘালয়ের গভর্নর হিসেবে নিয়োগ করা হয়। অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বি ডি মিশ্র।