এক্সপ্লোর
Advertisement
পয়সার বিনিময়ে ‘খদ্দেরদের সঙ্গে যৌন সম্পর্কে’র চাপ, রাজি না হওয়ায় বার নর্তকীকে নগ্ন করে মারধর! ধৃত চার মহিলা
পাঞ্জাগুট্টা পুলিশ জানিয়েছে, নির্যাতিতা কয়েক মাস আগে বেগমপেটের এক পাবে ড্যান্সার হিসাবে যোগ দেন। তার কিছুদিন বাদেই নাকি বার ক কর্তৃপক্ষ তাঁকে চাপ দিতে থাকে, বলে, খদ্দেরদের কাছে গিয়ে তাদের সঙ্গে যৌন সম্পর্ক করে খুশি করতে হবে। তিনি রাজি না হওয়ায় শুরু হয় লাঞ্ছনা, গঞ্জনা।
হায়দরাবাদ: পয়সার বিনিময়ে খদ্দেরদের সঙ্গে যৌন সম্পর্ক গড়তে রাজি না হওয়ার খেসারত! তেলঙ্গানার রাজধানী শহরের বেগমপেটে এক বার নর্তকীকে জামাকাপড় খুলে মারধরের ঘটনায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এল।
পাঞ্জাগুট্টা পুলিশ জানিয়েছে, নির্যাতিতা কয়েক মাস আগে বেগমপেটের এক পাবে ড্যান্সার হিসাবে যোগ দেন। তার কিছুদিন বাদেই নাকি বার ক কর্তৃপক্ষ তাঁকে চাপ দিতে থাকে, বলে, খদ্দেরদের কাছে গিয়ে তাদের সঙ্গে যৌন সম্পর্ক করে খুশি করতে হবে। তিনি রাজি না হওয়ায় শুরু হয় লাঞ্ছনা, গঞ্জনা। চার মহিলা সহ সহকর্মীরা তাঁকে হেনস্থা করে, জামাকাপড় খুলে মারধর করে। সেই দলে ছিল এক পুরুষও।
ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (সম্ভ্রমহানির উদ্দেশ্যে মহিলার ওপর হামলা), ৫০৯ (মহিলার সঙ্গে এমন আচরণ করা যা তার অসম্মান করে), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শনের সাজা), ৩২৩ (ইচ্ছা করে আঘাত করার শাস্তি), ৩৪ (একই উদ্দেশ্য পূরণে বহু লোকের কাজকর্ম) ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
চার অভিযুক্ত মহিলাকেই ধরেছে পুলিশ। তবে অভিযুক্ত পুরুষ হামলাকারী পলাতক। তাকে খুঁজছে পুলিশ। ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বার নর্তকীর অভিযোগ সম্পর্কে পাঞ্জাগুট্টার সার্কল ইনস্পেক্টরের কাছে রিপোর্ট তলব করেছেন তেলঙ্গানা পুলিশের ডিরেক্টর জেনারেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement