এক্সপ্লোর
Advertisement
বেনামি সম্পত্তির সন্ধান দিলেই মিলবে এক কোটি টাকা
নয়াদিল্লি: তদন্তকারী সংস্থাগুলিকে বেনামি সম্পত্তির বিষয়ে খবর দিলেই পুরস্কার হিসেবে পাওয়া যাবে ১৫ লক্ষ থেকে এক কোটি টাকা পুরস্কার। তবে বেনামি সম্পত্তির খবর ঠিক হতে হবে। তাহলেই পাওয়া যাবে পুরস্কার। যে ব্যক্তি খবর দেবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে। অর্থমন্ত্রক বিষয়টি অনুমোদন করলেই আগামী মাস থেকে চালু হতে পারে এই ব্যবস্থা। এমনই জানিয়েছেন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (সিবিডিটি) এক আধিকারিক।
গত বছর কেন্দ্রীয় সরকার বেনামি সম্পত্তি আইন চালু করে। সেই আইনে বেনামি সম্পত্তির খবর দেওয়া ব্যক্তিদের আর্থিক পুরস্কার দেওয়ার কথা বলা হয়নি। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), আয়কর বিভাগ ও ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স বেনামি সম্পত্তির খবরদাতাদের পুরস্কার দেয়। সেই পুরস্কারের পরিমাণ অবশ্য এত বেশি ছিল না। সাধারণ মানুষ যাতে বেনামি সম্পত্তির খবর দেওয়ার বিষয়ে উদ্যোগী হন, সেটা নিশ্চিত করার জন্যই পুরস্কারের অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সিবিডিটি-র এক আধিকারিক। তাঁর মতে, আয়কর বিভাগ ও প্রশাসনের পক্ষে বেনামি সম্পত্তি খুঁজে বার করা অত্যন্ত কঠিন কাজ। সাধারণ মানুষকে পুরস্কার দেওয়া হলে প্রশাসনের কাজ অনেক সহজ হয়ে যাবে।
গত বছরের ১ নভেম্বর সংশোধিত বেনামি সম্পত্তি আইন চালু হওয়ার পর বেশ কয়েকটি বেনামি লেনদেন নজরে এসেছে বলে জানিয়েছেন আয়কর বিভাগের কর্তারা। বেনামি সম্পত্তির মধ্যে ব্যাঙ্কে গচ্ছিত টাকা এবং স্থাবর সম্পত্তিও রয়েছে। সেগুলি খুঁজে বার করার জন্যই আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করতে চলেছে সিবিডিটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement