Bengal Bharat Bandh LIVE Updates: কাল কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনগুলির বৈঠক হচ্ছে না, জানালেন হান্নান মোল্লা
West Bengal Bharat Bandh, 8 December LIVE Updates: কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে আজ দেশজুড়ে ভারত বনধ। সাধারণ মানুষের কথা ভেবে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে ১৬টি বিরোধী দল।
LIVE
Background
কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে আজ দেশজুড়ে ভারত বনধ। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে ১৬টি বিরোধী দল। কংগ্রেস, বাম দলগুলি, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে ছাড়াও আন্দোলনকে সমর্থন করছে শিবসেনা, বিএসপি, আম আদমি পার্টি। দিল্লির রাস্তায় নেমে কৃষকদের সমর্থন জানানো হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আপ। কৃষক আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়ে আজ ব্লকে ব্লকে তৃণমূলের ধর্না কর্মসূচি।
দিল্লি-হরিয়ানা সীমান্তে মোদি সরকারের কৃষি আইন বিরোধী কৃষক আন্দোলন নিয়ে উত্তাল রাজনীতি। মোদি সরকারের কৃষি আইনের বিরোধিতায় আজ ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি।
কৃষক আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়ে আজ ব্লকে ব্লকে তৃণমূলের ধর্না!
মঙ্গলবার কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বনধের সমর্থনে এগিয়ে এসেছে বিজেপি বিরোধী ১৬টি রাজনৈতিক দল।
কংগ্রেস, তৃণমূল, বামপন্থী দলগুলি ছাড়াও সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে, শিবসেনা, বিএসপি, আম আদমি পার্টি-ও কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছে।পাল্টা বিরোধীদের আক্রমণ করেছে বিজেপি।
সংহতি জানাতে জয়পুর থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছেন রাজস্থানের কৃষকদের একাংশ।ব্যাঙ্গালোরে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে ধর্না চলবে।কৃষি আইনের প্রত্যাহারের দাবিতে আগামী দিনে রাষ্ট্রপতির দরবারেও যেতে চাইছেন বিরোধী নেতারা।