এক্সপ্লোর
Advertisement
গুজরাত ভোটের ফলের ধাক্কায় তাঁকে 'টার্গেট করেছে' বিজেপি-সঙ্ঘ, ২০১৯-এ শিক্ষা দেবেন দলিতরা, মোদীকে হুঁশিয়ারি জিগনেশের
নয়াদিল্লি: পুনের কাছে ভিমা কোরেগাঁওয়ের হিংসার ঘটনায় তাঁকে কেন্দ্রের এনডিএ সরকার 'টার্গেট করেছে' বলে অভিযোগ জিগনেশ মেবানির। দলিত নেতা তথা গুজরাতের ভদগামের নির্দল বিধায়ক জিগনেশ সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, স্র্রেফ দেশের লক্ষ লক্ষ দলিতকে একটা বার্তা দিতেই একজন 'প্রতিষ্ঠিত দলিত নেতা'কে নিশানা করছে মোদী সরকার। পরিকল্পনামাফিক তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে।
গত ৩১ ডিসেম্লর পুণেতে 'প্ররোচনামূলক' ভাষণ দেওয়ায় তাঁকে ও জেএনইউয়ের ছাত্রনেতা উমর খালিদকে পুলিশ অভিযুক্ত করে এফআইআর দায়ের করলেও তিনি নির্দোষ, একটিও উসকানিমূলক শব্দ উচ্চারণ করেননি বলে দাবি করেন মেবানি। তাঁর বিরুদ্ধে হিংসায় মদত, উসকানি দেওয়ার অভিযোগও নাকচ করে জিগনেশ বলেন, তিনি কখনও ভিমা কোরেগাঁওয়ে যাননি বা মহারাষ্ট্রের বনধেও যোগ দেননি।
সোমবার পুনেয় ভিমা-কোরেগাঁও যুদ্ধের ২০০ তম বর্ষপূর্তি উদযাপনের বিরোধিতা করে চালানো হিংসা, হামলা বন্ধে রাজ্য সরকার ব্যর্থ বলে অভিযোগ তুলে প্রকাশ অম্বেডকরের ভারিপ বহুজন মহাসঙ্ঘ, কয়েকটি দলিত সংগঠন বনধের ডাক দিয়েছিল। মু্ম্বই ও আরও কয়েকটি জায়গায় হাঙ্গামা, হিংসায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হওয়ার পরদিন ব্যবস্থা নেয় পুলিশ। বৃহস্পতিবার জিগনেশ, উমরের মুম্বইয়ের নির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়।
গুজরাত ভোটের ফলে বিজেপির অহঙ্কার ধাক্কা খেয়েছে, তাঁর জনপ্রিয়তা বাড়ছে বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন জিগনেশ। বলেন, বিজেপি ও সঙ্ঘ পরিবার আমার ভাবমূর্তিতে কালি লাগাতে চাইছে, আমায় নিশানা করছে। এটা ছেলেমানুষি। এটা গুজরাত ভোটের ফলের জেরে। ২০১৯-এর ভোটে হারের ভয়ও এর আরেকটি কারণ।
দলিতদের ওপর আক্রমণ অব্যাহত থাকলে ২০১৯-এর সাধারণ নির্বাচনে তারা বিজেপিকে শিক্ষা দেবে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দেন জিগনেশ। ঘোষণা করেন, ৯ জানুয়ারি দেশে সামাজিক ন্যয়ের দাবির সমর্থনে তিনি সমাবেশ করবেন। সেখান থেকে এক হাতে ভারতের সংবিধান, আরেক হাতে মনুস্মৃতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁকে বলবেন, দুটোর একটা বেছে নিন!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
ক্রিকেট
জেলার
Advertisement