এক্সপ্লোর
‘ভূমিকম্প আসছে,’ লোকসভায় রাহুলের ভাষণের আগে ট্যুইটারে কটাক্ষ বিজেপি নেতাদের
![‘ভূমিকম্প আসছে,’ লোকসভায় রাহুলের ভাষণের আগে ট্যুইটারে কটাক্ষ বিজেপি নেতাদের Bhookamp Aane Wala Hai: BJP Leaders Take a Dig at Rahul Gandhi Ahead of Trust Vote in Lok Sabha ‘ভূমিকম্প আসছে,’ লোকসভায় রাহুলের ভাষণের আগে ট্যুইটারে কটাক্ষ বিজেপি নেতাদের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/07/20162842/index.php_.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: কিছুদিন আগে রাহুল গাঁধী বলেছিলেন, ‘আমি মুখ খুললে ভূমিকম্প হবে।’ আজ লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় তাঁর ভাষণ শুরু হওয়ার আগে ট্যুইটারে সেই কথা নিয়েই কটাক্ষ করেন বিজেপি নেতারা। টপ ট্রেন্ড হয়ে যায়, ‘ভূমিকম্প আসছে।’ আজ আলোচনার সময় কংগ্রেসের জন্য বরাদ্দ ছিল ৩৮ মিনিট। রাহুলই কংগ্রেসের হয়ে বক্তব্য শুরু করবেন, এমনটাই অনুমান করেছিলেন বিজেপি নেতারা। সেই কারণেই তাঁরা ব্যঙ্গ করতে থাকেন।
Comedy shows cancelled across Globe because @RahulGandhi will be speaking in Parliament today #BhookampAaneWalaHai
— Deepak Arora (@iDeepakArora) July 20, 2018
দিল্লিতে বিজেপি-র আইটি সেলের সহ-আহ্বায়ক দীপক অরোরা ট্যুইট করেন, ‘আজ সারা বিশ্বে সব কমেডি শো বাতিল হয়ে গিয়েছে। কারণ, রাহুল গাঁধী সংসদে ভাষণ দেবেন। ভূমিকম্প আসছে।’ গিরীশ স্বরাজ নামে এক ব্যক্তি লেখেন, ‘আজ শুধু মাটিতেই না, আকাশ থেকেও ভূমিকম্প হবে। যাঁরা বিমানে চড়ে যাচ্ছেন, তাঁরা সাবধানে থাকুন।’
भूकंप के मज़े लेने के लिए तैयार हो जाइए ।
— Giriraj Singh (@girirajsinghbjp) July 20, 2018
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ ট্যুইট করেন, ‘ভূমিকম্প উপভোগ করার জন্য তৈরি হয়ে যান।’ তাঁর এই ট্যুইটের জবাবে পিঙ্কু শুক্ল নামে এক ব্যক্তি ব্যঙ্গ করেন, ‘স্যার, বাড়িতেই থাকব, না বাইরে যাব? কে জানে আজ কী হবে? সুনামি হবে বলে আশঙ্কা হচ্ছে।’
सर घर से निकलूँ या घर मे ही रहूं ?
पता नही क्या होगा आज ?
सुनामी का डर सता रहा है......
— पिंकू शुक्ला (@shuklapinku) July 20, 2018
গত বছরের ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনের সময় নোট বাতিল নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে রাহুল বলেছিলেন, ‘এটা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি। আমি যদি সংসদে সব কথা বলি, তাহলে মোদীজি বসে থাকতে পারবেন না। আমাকে বলতে দেওয়া হচ্ছে না। গত এক মাস ধরে আমি বলার চেষ্টা করছি। সরকার আলোচনার কথা বলেও এখন পিছিয়ে যাচ্ছে। আমাকে যদি সংসদে বলতে দেওয়া হয় তাহলে সবাই দেখতে পাবেন কেমন ভূমিকম্প হয়।’ এই কথা নিয়েই আজ কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করলেন বিজেপি নেতারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)