এক্সপ্লোর
সামাজিক দূরত্ব রাখতে গিয়ে দাম্পত্যে সংকট,স্বামীর বিরুদ্ধে পুরুষত্বহীনতার অভিযোগে আইনি পদক্ষেপ সদ্য বিবাহিতা স্ত্রীর
করোনা থেকে দূরে থাকতে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার কথা পইপই করে বলছেন চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু তারই ’ মাশুল‘ গুণতে হল মধ্যপ্রদেশের এক সদ্য বিবাহিতকে। দূরত্ব বিধি বজায় রাখার জেরে স্বামীর বিরুদ্ধে পুরুষত্বহীনতার অভিযোগ করলেন স্ত্রী।
![সামাজিক দূরত্ব রাখতে গিয়ে দাম্পত্যে সংকট,স্বামীর বিরুদ্ধে পুরুষত্বহীনতার অভিযোগে আইনি পদক্ষেপ সদ্য বিবাহিতা স্ত্রীর Bhopal Man Tries to Maintain Social Distance From Wife, She Makes Him Take Potency Test সামাজিক দূরত্ব রাখতে গিয়ে দাম্পত্যে সংকট,স্বামীর বিরুদ্ধে পুরুষত্বহীনতার অভিযোগে আইনি পদক্ষেপ সদ্য বিবাহিতা স্ত্রীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/06201603/hus-wife.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভোপাল: করোনা থেকে দূরে থাকতে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার কথা পইপই করে বলছেন চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু তারই ’ মাশুল‘ গুণতে হল মধ্যপ্রদেশের এক সদ্য বিবাহিতকে। দূরত্ব বিধি বজায় রাখার জেরে স্বামীর বিরুদ্ধে পুরুষত্বহীনতার অভিযোগ করলেন স্ত্রী। অক্ষমতার অভিযোগ খণ্ডনে টেস্ট করিয়ে বাড়ি ফিরলেন স্বামী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।
অতিমারির মধ্যেও ২৯ জুন বিয়ে করেছিলেন ভোপালের ওই ব্যক্তি। কিন্তু বিয়ের পর থেকেই গণ্ডগোলের শুরু। করোনার জন্য স্ত্রীয়ের সঙ্গে সবসময় দূরত্ব বজায় রাখতেন। এমনকি কথা বলার সময়েও শত হস্ত দূরে থাকতেন। দিনের পর দিন এমন চলতে থাকায় স্বামীকে সন্দেহ করতে শুরু করেন স্ত্রী। গত ছ মাস ধরে স্বামী এ ভাবে দূরত্ব বজায় রেখে চলায় স্ত্রীয়ের ধারণা ছিল স্বামী পুরুষত্বহীনতার শিকার। সেজন্য দৈহিক সম্পর্কে একবারেই আগ্রহী নন। স্বামীর ঘর ছেড়ে বাবা-মায়ের কাছে গিয়ে ওঠেন। এমনকি ২ ডিসেম্বর তিনি আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য এগোন। লিগাল সার্ভিস অথরিটির কাছে অভিযোগ দায়ের করে বড় অঙ্কের টাকা দাবি করেন।
এরপরই স্বামীর সঙ্গে যোগাযোগ করেন কাউন্সেলর। স্বামীর সঙ্গে কথা বলার পর মেডিক্যাল টেস্টের পরামর্শ দেন। ওই মহিলা ও তার বাবা-মাকে কাউন্সেলিংয়ের জন্য ডেকে পাঠান। শুক্রবার ইমপোট্যান্সি টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। এরপর সব বুঝতে পেরে স্বামীর কাছে ফিরে যান ওই মহিলা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)