এক্সপ্লোর
Advertisement
বিহারে কানহাইয়া কুমারের কনভয়ে ফের হামলার অভিযোগ
বিহারে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি তথা সিপিআই নেতা কানহাইয়া কুমারের কনভয়ে ফের হামলার অভিযোগ। এই হামলায় কনভয়ে সামিল কংগ্রেসের এক নেতার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গয়া: বিহারে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি তথা সিপিআই নেতা কানহাইয়া কুমারের কনভয়ে ফের হামলার অভিযোগ। এই হামলায় কনভয়ে সামিল কংগ্রেসের এক নেতার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় অভিযোগের তীর বিজেপি কর্মীদের দিকে। কানহাইয়ার ‘জনগণমন যাত্রা’-র আয়োজকদের দাবি, গত দুই সপ্তাহে এই নিয়ে সাতবার হামলার ঘটনা ঘটল। গত মাসে শুরু হয়েছে এই যাত্রা। শেষ হবে পটনায় এক বিশাল জনসভার মাধ্যমে।
পরে বিরোধী মহাজোটের নেতাদের সঙ্গে একমঞ্চে সামিল হয়ে কানহাইয়া সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেন। হিন্দুস্তান আওয়াম মোর্চার প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজি, কংগ্রেস বিধায়ক শাকিল আহমেদ খান, অবধেশ কুমার সিংহ গয়া দেলার শেরঘাটে আয়োজিত জনসভায় ভাষণ দেন। সভায় আসার আগে পথে বাইক আরোহী কিছু লোক কনভয়ে পাথর ছোঁড়ে বলে অভিযোগ। এতে সিংহর গাড়ির কাচ ভেঙে যায়। দলীয় সূত্রে খবর, সিংহের কোনও আঘাত লাগেনি। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এর কয়েকদিন আগে বিহারের সুপোলে কানহাইয়ার কনভয়ে হামলা চালানো হয়েছিল। তখনও কানহাইয়ার কনভয়ে পাথর ছোঁড়া হয়েছিল। এই ঘটনায় একটি গাড়ির চালক জখম হয়েছিলেন। কানহাইয়া যে গাড়িতে ছিলেন, সেই গাড়ি লক্ষ্য করেও পাথর ও কালি ছোঁড়া হয়েছিল। সুপোল সদর থাকার একেবারে কাছেই এই হামলার ঘটনা ঘটেছিল। এর আগে ছাপরাতেও ‘জনগণমন যাত্রা’র সময় পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছিল।आज जन-गण-मन यात्रा के तेरहवे दिन गया जिले में इमामगंज और शेरघाटी में सभाओं का आयोजन हुआ। यात्रा पर गोडसेवादियों के कायराना हमले जारी है, लेकिन मोहब्बत का कारवाँ इन हमलों पर भारी है। pic.twitter.com/UEhwsFngmu
— Kanhaiya Kumar (@kanhaiyakumar) February 11, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement