এক্সপ্লোর
উরি শহিদদের পরিবার পিছু ক্ষতিপূরণ ৫ লক্ষ থেকে বাড়িয়ে ১১ লক্ষ, ঘোষণা নীতীশের

পটনা: উরি হামলার শহিদদের পরিবার প্রতি ক্ষতিপূরণের মূল্য পাঁচ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১১ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিল বিহার সরকার। এদিন নীতীশ প্রশাসন ঘোষণা করেছে, যে সকল শহিদ বিহারের বাসিন্দা ছিলেন, তাঁদের নিকটাত্মীয়দের ১১ লক্ষ টাকা করে দেওয়া হবে। গতকালই শহিদদের পরিবার-পিছু ৫ লক্ষ করে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এরপরই ক্ষতিপূরণের বরাদ্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করে শহিদের পরিবারগণ। এমনকী তাঁরা এ-ও জানিয়ে দেন, রাজ্য সরকারের ওই ক্ষতিপূরণ নেবেন না। এতেই বিব্রত হয়ে পড়ে বিহার প্রশাসন। এদিন তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়। সেখানেই বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। একইসঙ্গে, বীর শহিদদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। প্রসঙ্গত, শনিবার রাতের ওই জঙ্গি হামলায় বিহারের তিন জওয়ান শহিদ হন। তাঁরা হলেন—গয়ার এস কে বিদ্যার্থী, কাইমুরের রাকেশ সিংহ এবং ভোজপুরের আরার অশোক কুমার সিংহ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















