এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রীর ছবিতে জুতোর বাড়ি মারতে বলে বিতর্কে বিহারের মন্ত্রী, ইস্তফা দাবি বিজেপির
পূর্নিয়া: রাজনীতিতে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে ন্যূনতম শালীনতার সীমারেখাও মানছেন না অনেক নেতাই। এবার সেই তালিকায় যোগ হল বিহারের নীতিশ কুমার সরকারের এক মন্ত্রীর নাম। বিহারের মন্ত্রী আব্দুল জলিল মস্তান কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশালীন ভাবে আক্রমণ করেছেন। তিনি একটি সভায় জনতাকে মোদীর ছবিতে জুতো মেরে নোট বাতিলের বিরোধিতা করতে বলেন।মন্ত্রীর এই আচরণের তীব্র প্রতিবাদ করে তাঁর ইস্তফার দাবি জানিয়েছে বিজেপি।
বিহারের পূর্ণিয়ায় নিজের কেন্দ্র আমোর বিধানসভা এলাকায় গত ২২ ফেব্রুয়ারি একটি জনসভায় আব্দুল জলিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে বিভিন্ন অপশব্দও ব্যবহার করেছেন বলে অভিযোগ। মন্ত্রীর কথায় মঞ্চে রাখা মোদীর ছবিতেও কয়েকজন সমর্থক জুতো ছোঁড়েন।
বিজেপি নেতা সুশীল কুমার মোদী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, মস্তানের মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি তাঁরা রাজ্য বিধানসভার উভয়কক্ষেই তুলবেন। তিনি বলেছেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু একজন মন্ত্রী এভাবে প্রধানমন্ত্রীকে অপমান করতে পারেন না। সংবিধান কোনওভাবেই মস্তানের ওই কাজকে সমর্থন করে না।
রাজ্য কংগ্রেস সভাপতি অশোক চৌধুরি বলেছেন, তিনি ওই ঘটনার ভিডিওটি দেখেননি। কিন্তু জনপ্রতিনিধিদের ভাষা ব্যবহারের ক্ষেত্রে সংযম বজায় রাখা উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement